নিউজ ডেস্ক: টানা বৃষ্টির পর অবশেষে আজ, মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন রোদের দেখা মিলেছে। তবে নিম্নচাপের ঘনঘটা (Weather Update) এখনও পুরোপুরি ভাবে কাটেনি। কারন মাঝে মধ্যেই রোদ সরে গিয়ে আকাশ জুড়ে কালো মেঘ ঘনিয়ে আসছে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহ থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতি হতে চলেছে দক্ষিণবঙ্গে। ফলে কমবে বৃষ্টি। যদিও উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলায় আবহাওয়ার উন্নতি হবে। শনিবার পর্যন্ত রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে হাওয়া অফিস। অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে এখন একটি সাধারণ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এ কদিন মেঘলা আকাশ ও বৃষ্টির (Weather Update) কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল। তবে এবার ফের স্বাভাবিক বা তার ওপরে উঠবে পারদ। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। আবহাওয়ার উন্নতি হওয়ায় মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে আর কোনও নিষেধাজ্ঞা নেই।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের মত কলকাতাতেও আবহাওয়ার উন্নতি হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির (Weather Update) সম্ভাবনা কম থাকবে। তবে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
প্রসঙ্গত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ অবস্থান করেছিল তার জেরেই প্রবল বৃষ্টিতে (Weather Update) ভিজেছিলো গোটা বাংলা। কাল রাতেও হালকা বৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে নিম্নচাপ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে চলে গেছে। এর ফলে ঝাড়খণ্ডে ১৬ সেপ্টেম্বর থেকে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, যার জেরে একটি লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়খণ্ডের পাশাপাশি বিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।