নিউজ ডেস্ক: মাত্র ২৩ বছর বয়সে প্রথম প্রচেষ্টাতেই ইউপিএসসি -তে সফল উত্তর ২৪ পরগনার মেয়ে তমালি সাহা। কিন্তু যেখানে আইএএস হওয়ার কথা ছিল তাঁর, তা না হয়ে বাংলার মেয়ে বেছে নিলেন ভিন্ন পথ।
জুওলজি নিয়ে স্নাতক তমালি ২০২১ সালে প্রথমবার ইউপিএসসি-তে বসেই সফল হন। লিখিত পরীক্ষায় ১৪০০-র মধ্যে তমালি পান ৬১২ নম্বর। আর পার্সোনালিটি টেস্টে ৩০০-র মধ্যে পান ১৯৫ নম্বর। মানে সব মিলিয়ে মোট ১৭০০-তে ৮৯৭। সর্বভারতীয় স্তরে ৯৪ স্থান অর্জন করেন তিনি। র্যাঙ্কিং অনুযায়ী আইএএস-এ যোগ দেওয়া তাঁর কাছে কোনও বাধা-ই ছিল না, কিন্তু এ মেয়ে একটু ব্যতিক্রমী। আইএএস-এর বদলে আইএফএস (Indian Forest Service)-কে বেছে নেন তমালি।
জানা গিয়েছে, ২০২০ সালে কলেজ পাশ করেছিলেন তিনি। তারপরেই পরীক্ষায় বসেন। এরপর মাত্র ২৩ বছর বয়সে আইএফএস (Indian Forest Service) ক্যাডারে নির্বাচিত হন তিনি। বর্তমানে পশ্চিমবঙ্গ ক্যাডারে রয়েছেন তিনি। এ প্রসঙ্গে তমালি বলেন, ”প্রকৃতি ভালবাসি আমি, তাই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আমার জন্য একেবারে ঠিক হয়েছে।”
উল্লেখ্য, দেশ তথা বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষাগুলির তালিকায় নাম রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষার। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ধৈর্য ও পরিশ্রম দুয়ের সঙ্গে প্রস্তুতি নিতে হয় পরীক্ষার্থীদের। বারবার পরাজিত হলেও ফের হাল না ছেড়ে এগিয়ে যেতে হয়। উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত এলাকায় বসবাস হওয়ার কারণে ছোট থেকেই নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন তিনি। তবে, প্রথম থেকেই তাঁর মনে সংকল্প ছিল, তিনি দেশের উচ্চপদস্থ অফিসার পদে কাজ করবেন। বিদ্যালয়ের পড়াশোনার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তমালি। তারপর একনিষ্ঠ পরিশ্রম শুরু করেন ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। তাঁর লক্ষ্য ছিল অবিচল ও মন ছিল স্থির। লক্ষ্যকে পাখির চোখ করে ভারতবর্ষের সবচেয়ে কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করেন তমালি।
তবে, মনে যদি থাকে জেদ ও একাগ্রতা তাহলে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে স্বপ্ন ছোঁয়া সম্ভব। সেকথাই ফের প্রমাণ করেছেন বঙ্গতনয়া তমালি সাহা। বর্তমানে সকল ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন অফিসার তমালি সাহা।