নিউজ ডেস্ক: মলিউডের ‘হেমা কমিশন’র আদলে, টলিউডে ‘আত্মশ্রী’ (Atmashree Committee) তৈরি করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটির মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। মহিলা শিল্পীদের উপর হওয়া যৌন হেনস্থা ও লিঙ্গ বৈষম্যের অভিযোগ খতিয়ে দেখবে ‘আত্মশ্রী’। ডাক্তার থেকে আইনজীবী, বিভিন্ন পেশার মানুষ থাকবেন এই কমিটিতে।
প্রসঙ্গত, আরজি কর আবহেই ঝড় উঠেছে বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। উঠে আসছে একের পর এক যৌন হেনস্থার খবর। বস্তুত, এক অভিনেত্রীর যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করে দিয়েছে অরিন্দম শীলকে। কানাঘুষোয় শোনা যাচ্ছে একাধিক প্রযোজকের নামও। এই আবহেই এবার ‘আত্মশ্রী’ (Atmashree Committee) তৈরি করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
এর আগে, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, আরও সূক্ষ্ম করে বলতে গেলে সিনেমা ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা নিয়ে উত্তাল হয়ে ওঠে মলিউড। হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বড়সড় রদবদল ঘটে যায়। সেই ঘটনার মাঝেই টলিউডেও ওঠে একের পর এক অভিযোগ। সেই সময়েই টলিউডকে ‘সুগার কোটেড ব্রথেল’ বলে উল্লেখ করেন অভিনেত্রী ঋতাভরী। এরপরই নবান্নে ডাক পড়ে অভিনেত্রীর।
সূত্রের খবর, হেমা কমিশনে আদলে ধাঁচে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন অভিনেত্রী। জানা যাচ্ছে,মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি (Atmashree Committee) গড়ছেন তাতে আইনজীবী, চিকিৎসক, সমাজকর্মীদের রাখার কথা ভাবা হয়েছে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে।
নবান্নে হওয়া বৈঠকের পর ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ”গতকাল মুখ্যমন্ত্রী হেমা কমিটির ন্যায় বাংলাতে একটি কমিটি করার ডাকে সাড়া দেন। আমার অনুরোধ এই কমিটিতে কোনও সিনেমা ব্যক্তিত্ব বা রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, শোনা হয়। নিরপেক্ষ ৫ সদস্যের একটি কমিটি (Atmashree Committee) গড়া হয়েছে, এক প্রাক্তন বিচারপতিকে মুখ্য দায়িত্বে নিয়ে। এই মহিলারা সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে, ডাক্তার থেকে আইনজীবী, যারা বাংলা ইন্ডাস্ট্রিতে শ্লীলতাহানির বিষয়টা খতিয়ে দেখবেন। এবং একটি রিপোর্ট জমা দেবেন। দোষীদের মুখোশ খোলার প্রথম পদক্ষেপ এটি।”