নিউজ ডেস্ক: অবশেষে রাজ্যের ওপর থেকে কাটল কালো মেঘের চাদর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি শক্তি হারিয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগঢ়ের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির (Weather Update) খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কমতেই এবার ক্রমশ বাড়বে তাপমাত্রা। ফের স্বাভাবিক বা তার উপরে উঠবে পারদ, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মূলত পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।
দক্ষিণবঙ্গে শুক্রবার কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির (Weather Update) সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচ জেলায়। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম, জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় পরিষ্কার আকাশ। ধীরে ধীরে উন্নতি হচ্ছে আবহাওয়ার। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে কয়েক জায়গায় দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
তবে বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখন বানভাসি পরিস্থিতি । বর্ধমান, হাওড়া এবং হুগলির মানুষরা । টানা বৃষ্টিতে (Weather Update) একেবারে জলের তলায় ফসল সহ চাষের জমি। লাগাতার বৃষ্টিতে ধান জমিগুলি একেবারে ডুবে গিয়েছে। পাশাপাশি বেগুন, পটল, টমেটো সহ একাধিক ফসল জলে ডুবে যাওয়ার ফলে পচন শুরু হয়েছে। এরই মধ্যে বুধবার সকালে মাইথন থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । জানা গিয়েছে আরও জল ছাড়া হতে পারে । ডিভিসি থেকে আরও বেশি জল ছাড়লে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে ।