নিউজ ডেস্ক: ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মেয়ে আর বউকে নিয়ে কিছুদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রণবীর সিং। তবে মেয়েকে বাড়ি নিয়ে আসার পরেই বড় পদক্ষেপ নিলেন তারকা দম্পতি। জানা গেল এদিন তাঁরা মুম্বইয়ের বান্দ্রা এলাকায় একটি বহুতলে একটি ফ্ল্যাট কিনেছেন। ১২ সেপ্টেম্বর তাঁদের সেই নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে।
আসলে মেয়ে হওয়ার কয়েক মাস পরেই শুটিং ফ্লোরে ফেরার কথা দীপিকার (Deepika Padukone)। এ দিকে শোনা যাচ্ছে, তিনি কোনও ন্যানি রাখতেও নারাজ। তাহলে তিনি যদিও শুটিংয়ে যান তখন কার কাছে থাকবে একরত্তি। বলিসূত্রে খবর সেই কথা ভেবেই একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন রণবীর এবং দীপিকা। তাই নাকি মেয়েকে বাড়ি নিয়ে আসার পরেই কোটি টাকার সম্পত্তি কিনে ফেলেছেন তারকা দম্পতি।
জানা গিয়েছে, রণবীরের মা অঞ্জু ভবনানির বাড়ির পাশেই এই নতুন ফ্ল্যাট কিনেছেন তাঁরা। সাগর রেশম আবাসনের ১৫ তলায় এই ফ্ল্যাট কিনেছেন তাঁরা। মুম্বই শহরে এই বহুতল খুবই বিলাসবহুল বলে পরিচিত। এই বহুতল থেকে সমুদ্র দেখা যায় বলেও জানা গিয়েছে। তাই দামও আকাশছোঁয়া। ১৭.৮ কোটি টাকা দিয়ে এই নতুন ফ্ল্যাট কিনেছেন দীপিকা-রণবীর।
রণবীর দীপিকার (Deepika Padukone) এই নতুন ফ্ল্যাট ১৮৪৫ বর্গফুটের। এই ফ্ল্যাটটির প্রতি বর্গফুটের দাম ৯৬,৪০০ টাকা। তবে এটাই নয়, এর আগেও শাহরুখের মন্নতের কাছে বান্দ্রায় কয়েক বছর আগেও দীপিকা রণবীর একটি সি ফেসিং বাড়ি কিনেছিলেন। তাঁদের সেই বাড়িটি ১১২৬৬ বর্গফুটের। সেইসময় তাঁদের এই বিলাসবহুল বাড়ির দাম প্রায় ১০০ কোটি পড়েছিল। এছাড়াও ২০২১ সালে আলিবাগে ২২ কোটি টাকার বিনিময়ে আরও একটি বাড়ি কেনেন এই তারকা দম্পতি।
প্রসঙ্গত, কাজের দিক দিয়ে দীপিকাকে (Deepika Padukone) শেষ দেখা গিয়েছিল কল্কিতে। সূত্রের খবর এবার রণবীর-দীপিকাকে ফের একসঙ্গে দেখা যাবে রোহিত শেট্টির ‘সিংঘম এগেন’ ছবিতে।