নিউজ ডেস্ক: মাঝের ৭২ ঘণ্টা রোদ ঝলমলে কাটার পর আজ ফের বৃষ্টির সম্ভবনা দক্ষিণের কিছু জেলায়। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এর ফলে বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে।
হাওয়া অফিসের রিপোর্টে জানা গেছে, শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগের তুলনায় বৃষ্টির সম্ভাবনা কম হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। পাশাপাশি আজ, শুক্রবার শহর কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ। শনিবার পর্যন্ত বৃষ্টির তেমন উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। সেই সম্ভাবনা শুক্রবার একটু বেশি থাকবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায় অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহবিদরা। প্রাক পুজো পর্বে আবার নিম্নচাপের (Weather Update) আশঙ্কা তৈরি হচ্ছে । শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘুর্নাবর্ত থেকে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আপাতভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, নয়া ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে৷ সে কারনে পূর্ব উপকূল থেকে পশ্চিমাঞ্চলীয় উপকূল বরাবর মধ্যভারতের রাজ্যগুলির বড় অংশে বৃষ্টির (Weather Update) প্রবল সম্ভাবনা রয়েছে। এই মাসের শেষ সপ্তাহে এই বৃষ্টির সম্ভাবনা৷ একটানা ৬-৭ দিন চলতে পারে বৃষ্টি৷