নিউজ ডেস্ক: অবশেষে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমাল ডিভিসি (DVC Releases Water)। বৃহস্পতিবার সকালে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। রাতে পরিমাণ কমিয়ে ৫০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি। তার মধ্যে মাইথন থেকে ১০ হাজার ও পাঞ্চেত থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
বৃহস্পতিবার দামোদর উপত্যকার বিভিন্ন বাঁধ ও জলাধার (DVC Releases Water) থেকে জল ছাড়া হয়। ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা যায়। তবে বৃহস্পতিবার সকালেই ডিভিসির তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় জল ছাড়ার পরিমাণ কমানো হবে। জানানো হয়েছিল মাইথন এবং পাঞ্চেত থেকে যথাক্রমে ১০ হাজার এবং ৫০ হাজার কিউসেক জল ছাড়া হবে। রাতে দেখা গেল পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ আরও ১০ হাজার কিউসেক কমিয়ে দেওয়া হয়েছে।
তবে ডিভিসি জল ছাড়ার (DVC Releases Water) পরিমাণ কমালেও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। তাই এবার বন্যা কবলিত এলাকায় ক্লিনিক করবেন জুনিয়র চিকিৎসকেরা। আসলে পুজোর মুখে বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তা বেড়েছে সরকারের। চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বাংলার নানা প্রান্ত ঘুরে দেখে নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন। বৃহস্পতিবার হাওড়ার উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকায় গিয়েছিলেন তিনি। সেখান থেকেই জুনিয়র চিকিৎসকদের টানা কর্মবিরতি নিয়ে ক্ষোভ প্রকাশও করেন। সাফ বলেন, ”এখন মেডিক্যাল ক্যাম্প খোলা দরকার। আমি যথাসাধ্য চেষ্টা করেছি। চিকিৎসকদের বলব, শুভবুদ্ধির উদয় হোক। প্রাণ বাঁচানোই এখন সবচেয়ে বড় কাজ। এটা রাজনীতি করার সময় নয়।”
এরপরেই জুনিয়র চিকিৎসকেরা জানায়, ”আগামীকাল থেকে বন্যা কবলিত এলাকায় আমরা পৌঁছে যাব। আমাদের আন্দোলন যে সাধারণ মানুষের আন্দোলন, তা প্রমাণে বন্যা কবলিত এলাকায় ক্লিনিক খোলা হবে। আমরা যে রাজনীতি করতে আসিনি, ন্যায় বিচারের জন্য এসেছি, তা প্রমাণেই এই সিদ্ধান্ত।”
অন্যদিকে, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বানভাসি (DVC Releases Water) এলাকা পরিদর্শনে গিয়ে আবারও কেন্দ্র এবং ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে না জানিয়েই জল ছাড়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষকে এ ভাবে ডোবালে ডিভিসির সঙ্গে আর কোনও সম্পর্ক রাখা হবে না।’’ শুধু তা-ই নয়, এই বিষয় নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।