নিউজ ডেস্ক: সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর! মাত্র ৯৯ টাকাতেই কাটতে পারবেন পিভিআর আইনক্সের সিনেমার টিকিট। একটি নির্দিষ্ট দিনে গ্রাহকদের জন্য এই বিশেষ ছাড়ের সুবিধা দিতে চলেছে সংস্থাটি। সম্প্রতি পিভিআর এবং আইনক্সের পক্ষ থেকে একটি নতুন অফারের ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, এই অফারটির সৌজন্যে আপনি মাত্র ৯৯ টাকা খরচ করেই দেখতে পারবেন আপনার পছন্দের সিনেমা। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের ২০ তারিখ জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করতে চলেছে পিভিআর আইনক্স। সেই দিনেই এই বিশেষ ছাড়ের সুবিধাটি পাওয়া যাবে।
মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এমএআই) দেশের সিনেমা হলগুলির সাথে জোট বেঁধে এই অফার নিয়ে এসেছে। জানা গেছে, এবারের সিনেমা দিবসে ৪০০০-এরও বেশি সিনেমা হল এই ইভেন্টে অংশ নিচ্ছে, যার মধ্যে আছে পিভিআর আইনক্স, সিনেপোলিস, মিরাজ, সিটিপ্রাইড, এশিয়ান, মুক্তা এ২, মুভি টাইম, ওয়েভ, এম২কে, ডিলাইট এবং আরও অনেক। তবে, যে বিষয়টি মাথায় রাখতে হবে –এই দুর্দান্ত অফারটি শুধুমাত্র সাধারণ সিটের জন্যই প্রযোজ্য, রিক্লাইনার বা ফোরডিএক্স এবং আইম্যাক্স-এর মত প্রিমিয়াম ফর্ম্যাটের জন্য নয়। তবুও, মাত্র ৯৯-টাকায় এমন একটি অভিজ্ঞতা পাওয়ার সুযোগ সত্যিই দুর্লভ।
টিকিট বুকিংয়ের জন্য দুই ধরনের (অনলাইন এবং অফলাইন) সুবিধাই থাকছে। অনলাইনে বুক করার জন্য বুক মাই শো (BookMyShow), পেটিএম (Paytm)-এর মত প্ল্যাটফর্মগুলিতে অথবা নির্দিষ্ট মাল্টিপ্লেক্সগুলির ওয়েবসাইটে গিয়ে সহজেই টিকিট কেটে নিতে পারবেন আগ্রহী দর্শকরা। অফার সংক্রান্ত অতিরিক্ত তথ্য, যেমন টিকিট ও খাবার(স্ন্যাক্স) এবং পানীয়ের(ড্রিংকস্) বিশেষ ছাড়, সিনেমা হলগুলির সোশ্যাল মিডিয়া চ্যানেল, ওয়েবসাইট, এবং সরাসরি সিনেমা হলে পাওয়া যাবে।
এ প্রসঙ্গে শিলিগুড়ির একটি বেসরকারি শপিং মলে অবস্থিত আইনক্স এর ম্যানেজার সায়ক পাল জানিয়েছেন, “সিনেমা ভারতীয় দর্শকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। সিনেমার সঙ্গে মানুষের আবেগ জড়িত। আমরা ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ –উদযাপন করতে চলেছি। এই উদযাপনকে কেন্দ্র করে আমরা এখন থেকেই একটি অতুলনীয় উৎসাহ বোধ করছি। গ্রাহকদের থেকে ভাল সাড়া পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”
ইতিমধ্যেই এই ছাড়ের সুবিধাটি চালু করে দেওয়া হয়েছে। অর্থাৎ, এই ছাড়ের সুবিধা-সহ টিকিট কাটতে ইচ্ছুক ব্যক্তিরা এখনই মাত্র ৯৯ টাকার বিনিময়ে পছন্দের সিনেমার টিকিট বুক করতে পারবেন। তবে শুধুই শুক্রবারের জন্য।