নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে বানভাসি হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে পূর্ব বর্ধমানবাসীর। যদিও শুধুমাত্র অতিবৃষ্টি নয়, বিভিন্ন ব্যারাজের থেকে লক্ষাধিক কিউসেক জল ছাড়াও ভাগীরথীর জলস্তর বৃদ্ধির অন্যতম কারণ। আর ভাগীরথীর জলস্তর আরও বেড়ে যাওয়ায় আশঙ্কায় ফেরিঘাট (Ferry Service Closed) বন্ধের সিদ্ধান্ত কাটোয়ায়। তাই যাত্রী নিরাপত্তায় বন্ধ কাটোয়ার সমস্ত ফেরিঘাট। গতকাল রাত ১১ টা থেকে বন্ধ রয়েছে ঘাটগুলি। যাত্রী নিরাপত্তার জন্য প্রশাসনের নির্দেশে কাটোয়া, দাইহাটের সমস্ত ফেরিঘাট বন্ধ রেখেছে ঘাট কর্তপক্ষ।
কাটোয়া শহর পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী। কাটোয়ায় অজয় নদ মিলিত হয়েছে ভাগীরথীর সঙ্গে। এই কাটোয়ার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূমের একাংশ ও নদীয়ার সঙ্গে যোগাযোগকারী কাটোয়া-শাখাই, ও ছেড়াখাল ঘাট এই তিনটি ফেরিঘাট (Ferry Service Closed) রয়েছে। কাটোয়ার সঙ্গে নদিয়া জেলার যোগাযোগকারী এক মাত্র ফেরিঘাট কাটোয়া- বল্লভপাড়া, অন্য দিকে কাটোয়ার সঙ্গে কেতুগ্রাম ২ নম্বর ব্লকের একাংশ ও মুর্শিদাবাদ ও বীরভূম জেলার একাংশের যোগাযোগকারী ঘাট কাটোয়া- শাখাই ফেরিঘাট এই ঘাট গুলি দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ নিজেদের প্রয়োজনে যাতায়াত করে। কেউ আসেন চিকিৎসার প্রয়োজনে, কেউ রুজিরোজগারের তাগিদে।
গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ব্যাপক বৃষ্টি সেই সঙ্গে ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে কাটোয়ায় অজয়,ভাগীরথীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে জলের স্রোত। এই পরিস্থিতিতে বড়সড় বিপদ এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ফেরিঘাট থেকে বন্ধ করা হল ফেরি চলাচল। এ প্রসঙ্গে প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, মাটিয়ারি, গোবরা এলাকাতেই পূর্ব বর্ধমান থেকে আসা অজয় নদ ভাগীরথীতে মিশেছে। ডিভিসি, তিলপাড়া সহ বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য অজয় নদ অতিরিক্ত জল নিয়ে ভাগিরথীতে এসে পড়ছে। যার জন্যই জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
ইতিমধ্যেই প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হয়েছে। ফের প্রশাসনের নির্দেশ না আসা পর্যন্ত ফেরিঘাটগুলি (Ferry Service Closed) চালু হবে না বলে খবর। হঠাৎ কাটোয়া ও দাইহাটের সব ফেরিঘাট বন্ধ হয়ে হওয়ায় বিপাকে পড়েছে যাত্রীরা।অনেকেই গতকাল রাত থেকে অপেক্ষা করেছেন।কেউ রোগী নিয়ে নৌকা পার হতে না পেরে বিপাকে।অনেকেই বহু সময় অপেক্ষা করে গন্তব্যে পৌঁছেছেন ঘুরপথে। বল্লভ পাড়া ফেরিঘাট কর্তপক্ষ এই বিষয়ে জানিয়েছে, প্রশাসনের তরফে নোটিশ দিয়ে সমস্থ ফেরীঘাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।