নিউজ ডেস্ক: হ্যাক হয়ে গেছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল (YouTube channel hacked)। এই চ্যানেলেই যাবতীয় মামলার শুনানি, রায়দান সরাসরি দেখানো হয়। কিন্তু শুক্রবার সকাল থেকে সেই চ্যানেলে যাবতীয় ভিডিওর বদলে ক্রিপটোকারেন্সির ভিডিও দেখা যাচ্ছে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ থেকে রাতারাতি ‘উধাও’ হয়ে গিয়েছে আরজি কর মামলার শুনানির ভিডিয়ো। দেশের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়া যেখানে লাইভ স্ট্রিমিং হয়, সেই চ্যানেলেই হ্যাক হওয়ায়, তা নিরাপত্তায় বড়সড় ত্রুটি হিসাবেই দেখা হচ্ছে। ইতিমধ্যেই কে বা কারা ইউটিউব চ্যানেল হ্যাক করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল যাঁরা খুলেছেন, তাঁরা অনেকেই হতভম্ব হয়েছেন। সকালে তা খুলেই দেখা গিয়েছে বিভিন্ন ভিডিয়ো যা সুপ্রিম কোর্ট সম্পর্কিত নয়। সেখানে ক্রিপ্টোকারেন্সির প্রচারের ভিডিয়ো বাদেও দেখা গিয়েছে একটি ফাঁকা ভিডিয়ো। যে ভিডিয়োতে লেখা রয়েছে, ‘Brad Garlinghouse: Ripple Responds To The SEC’s $2 Billion Fine! XRP PRICE PREDICTION’। শীর্ষ আদালতের বিচার প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিংয়ের বদলে উল্টো-পাল্টা নানা ভিডিয়ো দেখা যাচ্ছে। কখনও ক্রিপ্টো কারেন্সি সংক্রান্ত ভিডিয়ো দেখা যাচ্ছে, কেউ আবার ইউটিউব পেজে ক্লিক করতেই অন্য কোনও ইউটিউব চ্যানেলে পৌঁছে যাচ্ছেন। কেউ আবার সার্চ করেও সুপ্রিম কোর্টের চ্যানেলটিই খুঁজে পাচ্ছেন না।
এদিকে, বিষয়টি (YouTube channel hacked) নিয়ে তোলপাড় শুরু হতেই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এরপর সুপ্রিম কোর্টের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হতেই তা বন্ধ করা হয়েছে সাময়িক কিছুক্ষণের জন্য। তবে পরে খুব তাড়াতাড়ি এই চ্যানেল চালু হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের চলতে থাকা শুনানি, জনস্বার্থ মামলা, রায়দান সরাসরি দেখানো হয় এই চ্যানেলে। নিয়ম মাফিক দেখানো হয়েছিল আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার শুনানিও। সেই ভিডিও-ও উধাও হয়ে গিয়েছে চ্যানেল থেকে। জানা যাচ্ছে হ্যাকাররা সব ভিডিও প্রাইভেট করে রেখেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই আরজি কর মামলার লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি করেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল। সেই আবহের মধ্যেই এবার হ্যাকারদের কবলে শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল। সেকারনেই সাইবার নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। মনে করা হচ্ছে নিশ্চয়ই কোনও গলদ আছে, তাই এমন (YouTube channel hacked) ঘটেছে। সরকারী সূত্র জানিয়েছে যে সুপ্রিম কোর্ট প্রশাসন বর্তমানে ইউটিউব চ্যানেল হ্যাকিংয়ের তদন্ত করছে।