নিউজ ডেস্ক: দুর্গাপুজোর আর ২০ দিনও বাকি নেই। আর এর মধ্যেই উদ্বেগের খবর দিচ্ছে আলিপুরআবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বাংলার আকাশে ফের একবার দুর্যোগের মেঘ (Weather Update) তৈরি হতে পারে। অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। অর্থাৎ পুজোর মধ্যে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা৷
নিম্নচাপের জেরে টানা দুর্যোগ চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। পুজোর মুখে ফের নিন্মচাপের ভ্রুকুটি। রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Update) সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ওড়িশা সংলগ্ন এবং উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই সপ্তাহে। পূর্বাভাস বলছে, রবিবার ভিজবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Weather Update) সম্ভাবনা থারছে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
অন্যদিকে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে (Weather Update) উত্তরের পার্বত্য এলাকায়। তবে শুধু দার্জিলিংয়ের পাহাড় নয়, সিকিমেও গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা এই পরিবেশ পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।
উল্লেখ্য, আজ, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে৷ আসলে গত সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টির (Weather Update) সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টি হয়েছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও। গত ৪৮ ঘণ্টায় কিছুটা হলেও বদল ঘটে আবহাওয়ায়। রোদ ঝলমল আবহাওয়া দেখা যায় সর্বত্র। তবে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বেড়েছিল। কিন্তু এই আবহাওয়ার ফের বদল ঘটতে চলেছে আজ থেকেই।