নিউজ ডেস্ক: টানা ৪২ দিনের কর্মবিরতির পর শনিবার থেকে আংশিকভাবে কাজে ফিরছেন আন্দোলনরত (RG Kar Protest) জুনিয়র চিকিৎসকরা৷ সাধারণ মানুষের কথা ভেবে জরুরি পরিষেবায় ফিরছেন তাঁরা৷ তবে তাঁদের সমস্ত দাবি পূরণ না-হলে ফের কর্মবিরতি শুরু করবেন বলে শুক্রবার সাফ জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা৷ উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে সরকারের তরফে কোনও আশানুরূপ পদক্ষেপ না করা হলে আন্দোলন আরও জোরদার হবে বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে দেড় মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি (RG Kar Protest) চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের প্রতিটি হাসপাতালেই প্রায় কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ পাশাপাশি, পথে নেমে প্রতিবাদে শামিল হন তাঁরা। ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেন তাঁরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযানও করেন জুনিয়র ডাক্তাররা। এরপর রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর শনিবার থেকে আংশিকভাবে কাজে ফিরছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা৷
শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে ধরনা (RG Kar Protest) তোলেন জুনিয়র চিকিৎসকরা। দুপুরে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর পর্যন্ত মিছিল করেন তাঁরা। শুক্রবার কলকাতায় মশাল মিছিলের ডাক দেওয়া হয়। গভীর রাত পর্যন্ত রাস্তায় মশাল হাতে হাঁটেন বহু সাধারণ মানুষ। যোগ দেন খ্যাতনামীরাও। মশাল মশাল মিছিলে যোগ দেন নির্যাতিতার পরিবারও।
এ প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক লহরী সরকার জানান, সাধারণ মানুষের স্বার্থে জরুরি পরিষেবা চালু করছেন তাঁরা। তবে তাতেও রয়েছে শর্ত। তিনি বলেন, “আমরা বেশ কিছু দাবি নিয়ে আন্দোলনে (RG Kar Protest) নেমেছিলাম৷ স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দিয়েছিলাম। রাজ্য সরকারের তরফে আমাদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। তবে এখনও কিছু দাবি রয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগে সেই দাবিগুলি পূরণ করতে হবে রাজ্য সরকারকে। আর তা না-হলে ফের কর্মবিরতি চালু হবে।”