নিউজ ডেস্ক: নতুন মুখ্যমন্ত্রী পেল দিল্লি। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আম আদমি পার্টির নেত্রী অতিশি (Atishi)। মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরীওয়াল (Arvind Kejriwal) ইস্তফা দেওয়ার পরই দলের তরফে অতিশির নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। তাঁর শপথ গ্রহণের সঙ্গেই দেশ পেল সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। অতিশির শপথে হাজির ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালও।
একইসঙ্গে দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) ভিকে সাক্সেনার সরকারি বাসভবন ‘রাজ নিবাসে’ অতিশির সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আরও পাঁচ আপ বিধায়ক— সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাস গহলৌত, মুকেশ অহলাওত এবং ইমরান হুসেন। উল্লেখ্য, মাত্র ৪৩ বছর বয়সে মুখ্যমন্ত্রী হলেন অতিশি। এতদিন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু (৪৫) সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় লেফ্টেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন কেজরী। তাঁর সঙ্গেই ‘রাজ নিবাসে’ গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন অতিশি (Delhi CM)। মুখ্যমন্ত্রী পদে বসেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন অতিশি। তাঁর হাতে রয়েছে মোট ১৩টি মন্ত্রক। এর মধ্যে থাকছে অর্থ, রাজস্ব, শক্তি, শিক্ষা ও পিডব্লুডি বিভাগ। তবে অতিশির মুখ্যমন্ত্রিত্ব বেশিদিনের জন্য নয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই দিল্লির বিধানসভা নির্বাচন রয়েছে। ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলাবেন অতিশি।
প্রসঙ্গত, গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি কেজরীওয়াল। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরে আপ প্রধান গত শনিবার (১৪ সেপ্টেম্বর) ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। পরের দিন দুপুরে দলীয় এক সম্মেলনে তিনি জানান, দু’দিন পরেই মুখ্যমন্ত্রী (Delhi CM) পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এ-ও জানান, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। এরপরেই মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচিত হয় অতিশির নাম।