নিউজ ডেস্ক: গত সপ্তাহের শুক্রবার থেকে নিম্নচাপ (Weather Update) তৈরি হওয়ার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু তা থেকে স্বস্তির বৃষ্টি দেখা মেলেনি। তবে এবার আবহাওয়াবিদরা আশ্বস্ত করছেন। আজ সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে বাংলা বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে এবং মধ্য ভারত ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷
তবে এই নিম্নচাপটি যেহেতু পশ্চিমবঙ্গের উপকুল থেকে বেশ কিছুটা দূরে রয়েছে, তাই এই রাজ্যে সে ভাবে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পরের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি (Weather Update) বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।
সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতাও। আগামীকাল, মঙ্গলবার সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে ফের বৃষ্টির (Weather Update) পূর্বাভাস রয়েছে উত্তরের পার্বত্য জেলাগুলিতে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গের যেসব জেলায় বৃষ্টি হবে সেগুলি হল, দক্ষিণ চব্বিশ পরগনা,দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানে।
অন্যদিকে, কলকাতায় আজ, সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও পরে মেঘলা আকাশের সম্ভাবনা (Weather Update) রয়েছে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর জুড়ে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে।