নিউজ ডেস্ক: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই পুজো। তাই এবার পুজোর কেনাকাটা (Durga Pujo Shopping) শুরু করছে শহরবাসী। ধীরে ধীরে উৎসবের ছন্দে ফিরছে মানুষ। কলকাতার বিভিন্ন বাজার এলাকায় বা শপিং মলে ফিরছে চেনা ভিড়। রবিবার ছুটির দিনে উত্তর কলকাতার হাতিবাগান হোক বা দক্ষিণ কলকাতার গড়িয়াহাট,নিউমার্কেট। সব জায়গাতেই কেনাকাটায় ভিড় ছিল চোখে পড়ার মতো। উৎসবে যোগ দিলেও আরজি কর কাণ্ডের কথা ভুলে যাননি কেউই। পুজোর কেনাকাটায় বেড়িয়েও অনেকে প্রতিবাদের কথা বলছেন। কেউ বলছেন ‘বিচার চাই, বিচার হবেই’।
এ প্রসঙ্গে গড়িয়াহাটের এক বিক্রেতা জানান, “পূজোর কেনাকাটা (Durga Pujo Shopping) চেনা ছন্দে ফিরে আসছে। দু সপ্তাহ আগে যে বাজার মরা ছিল, তা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে। আগামী দুই সপ্তাহে বাজার দ্রুত বাড়বে, এমনটাই আশা।”
আসলে আরজি কর কাণ্ডের প্রভাব বাঙালির দুর্গাপুজোয়ও ব্যপক প্রভাব ফেলেছে। পুজোর এক মাস আগেও শহর যেন স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। নানা জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ চলছেই। তবে গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার পরে ওই পরিস্থিতির কিছুটা বদল ঘটেছে। জরুরি পরিষেবার কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। অনেকে পুজোর কেনাকাটা (Durga Pujo Shopping) শুরু করেছেন। রবিবারের ভিড় সেই কথায় বলছে।
নিউ মার্কেটের সামনের রাস্তায় শুধুই কালো মাথার ভিড়। জওহরলাল নেহরু রোড থেকে নিউ মার্কেট— প্রায় একশো মিটার রাস্তা পেরোতেই ঘেমে-নেয়ে নাস্তানাবুদ হওয়ার অবস্থা। যান চলাচল সচল রাখতে ওই তল্লাটের রাস্তায় ঢোকার মুখে পুলিশের তরফে বুম ব্যারিয়ারের ব্যবস্থা করা হলেও তা ফেলতে কার্যত নাকানি-চোবানি খেতে হচ্ছে পুলিশকর্মীদের।
অন্যদিকে সকালে কিছুটা ফাঁকা থাকলেও দুপুর গড়াতেই ছবি বদলেছে হাতিবাগানে। সন্ধ্যার পর আরও ভিড় বাড়ে বাজারে। হাতিবাগানের পাশাপাশি গড়িয়াহাটেও দেখা গেল একই ছবি। ফুটপাতেও পা ফেলার উপায় নেই।