নিউজ ডেস্ক: নিজের প্রয়োজনে ট্রেনের চেন টেনে থামিয়ে দেওয়া এই অভ্যেস অনেকের। নিজের সুবিধের জন্য ট্রেন থামিয়ে রেলওয়ের ক্ষতি করা কিংবা অন্য যাত্রীদের অসুবিধে তৈরি করা যে অপরাধ, সেই জ্ঞান নেই অনেকেরই। এবার এই সব চেন-পুলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রেল (Eastern Railway)। অবৈধভাবে ট্রেনের অ্যালার্ম চেইন টানার জন্য সম্প্রতি ৩৯৩ জনকে গ্রেফতার করেছে রেল।
ইস্টার্ন রেলওয়ে (Eastern Railway) জানিয়েছে, উপযুক্ত কারণ ছাড়া চেন টেনে ট্রেন থামানো সব সময়ই শাস্তিযোগ্য অপরাধ। তাই ট্রেনে অ্যালার্ম চেইনের অপব্যবহার বন্ধ করতেই এই আইনি পদক্ষেপ নিয়েছে রেল। অনেকেই অ্যালার্ম চেন পুল করেন শুধুই মজা করার জন্য। রেলওয়ে জানায়, অ্যালার্ম চেন যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই তৈরি। কোনও জরুরি পরিস্থিতিতে যাতে যাত্রীরা ট্রেন থামাতে পারে, সে কথা ভেবেই প্রতি ট্রেনেই অ্যালার্ম চেন থাকে। কিন্তু তার অপব্যবহার বাড়ছে। তাই এবার সে বিষয়ে সতর্ক করতেই এই ব্যবস্থা।
৩৯৩ জনকে গ্রেফতার করার পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে ১লাখ ৩৫হাজার ৮০০ টাকা। এ প্রসঙ্গে মুখ্য জনসংযোগ আধিকারিক (Eastern Railway) কৌশিক মিত্র জানিয়েছেন, পূর্ব রেলওয়েতেই আরপিএফ অবৈধ ভাবে ট্রেনের চেন পুল করার মোট ৪৫৪ টি মামলা রুজু করেছে।
উল্লেখ্য, প্রাথমিক ভাবে অপ্রয়োজনে কেউ চেন টানলে কড়া শাস্তি হতে পারে৷ এর আগে একটি ট্যুইট করে রেলের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি অপ্রয়োজনীয়ভাবে ট্রেনের চেন টেনে দেয়, তবে এটি একটি অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং এর জন্য যে ব্যক্তি চেন টানছেন তাঁকে জেলে যেতে হতে পারে। রেলওয়ে (Eastern Railway) আইন ১৯৮৯-এর ১৪১ ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করে, যে ব্যক্তি ট্রেন থামায়, তাঁকে এক হাজার টাকা জরিমানা করা যেতে পারে। এছাড়া এক বছর পর্যন্ত জেল হতে পারে। কিছু ক্ষেত্রে উভয় শাস্তি হতে পারে। ট্রেনের চেন টানার কোনও সঠিক কারণ থাকলেই ক্ষমা করা যায়।
কিন্তু এত বিধি নিষেধ সত্ত্বেও কিছু মানুষ মজার ছলে বারংবার একই ঘটনা ঘটিয়ে চলেছে। তাই এবার আর মৌখিক ভাবে বলে নয়, এই ঘটনায় কড়া পদক্ষেপ নিল রেল।