নিউজ ডেস্ক: অবশেষে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। সোমবার করুণাময়ীতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে যখন ধুন্ধুমার, তখনই এল এই বিজ্ঞপ্তি। ২৫ সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া (Upper Primary Panel Publication Date) শুরুর ডেডলাইন ছিল কলকাতা হাইকোর্টের। তার আগেই ২৫ সেপ্টেম্বরই প্যানেল প্রকাশ করার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন (SSC)।
সোমবার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তা মেনে ২০১৬ সালের উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ (Upper Primary Panel Publication Date) করা হবে। প্যারা-টিচার বা পার্শ্ব-শিক্ষকদের জন্য যে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকে, সেটা বাদ দিয়ে উচ্চপ্রাথমিক প্যানেল প্রকাশ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে যে উচ্চমাধ্যমিকের প্যানেল প্রকাশের পরে প্রথম দফার কাউন্সেলিংয়ের সূচি ঘোষণা করা হবে।
২০১৬ সালে প্রথম এসএলএসটি হয়েছিল। এখনও নিয়োগ পাননি যোগ্যরা। দ্রুত নিয়োগের দাবিতে আজই রাস্তায় নামেন চাকরিপ্রার্থীরা। আর এদিনই প্যানেল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হল। চাকরিপ্রার্থীদের বক্তব্য, গত মাসে ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায়দানে নির্দেশ হয়েছে আপার প্রাইমারি (২০১৬) নিয়োগে (Upper Primary Panel Publication Date) ১৪০৫২ জন প্রার্থীকে চাকরি দেওয়ার ও সুনিশ্চিত করার। ২৮ নভেম্বরের মধ্যেই ১৪০৫২ জন প্রার্থীর নিয়োগ নিশ্চিত করারও নির্দেশ দেয় আদালত। কিন্তু তারপরও কমিশনের সক্রিয়তা নজরে আসছে না। তবে এদিনই জানা গেল এসএসসি ২৫ সেপ্টেম্বরই প্যানেল প্রকাশ করতে চলেছে। অবশেষে ১০ বছরের প্রতীক্ষা এবার অবসানের পথে বলেই মনে করছেন চাকরিপ্রার্থীরা।
উল্লেখ্য, গত ১৮ জুলাই মামলাটির শুনানি শেষ হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে জানায়, ১৪ হাজার ৩৩৯ খালি পদের মধ্যে ১৪ হাজার ৫২ পদের জন্য মেধাতালিকা প্রকাশ (Upper Primary Panel Publication Date) করতে হবে। মেধাতালিকা প্রকাশের চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। এরপরেই শীঘ্রই নিয়োগের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই কথা মতোই আজ প্যানেল প্রকাশের দিনক্ষণ জানাল স্কুল সার্ভিস কমিশন (SSC)।