নিউজ ডেস্ক: মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জিতলেন গুজরাতের রিয়া সিংহ (Rhea Singha)। এবার ভারতের হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায়। রবিবার রাজস্থানের জয়পুরে বসেছিল মিস ইউনিভার্স ইন্ডিয়ার ফাইনালের আসর। সেখানে সবাইকে পিছনে ফেলে সেরার মুকুট নিজের মাথায় তুলে নিলেন রিয়া।
জানা গিয়েছে, মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় রিয়া (Rhea Singha) ওয়াইল্ড কার্ড এন্ট্রি ছিলেন। যিনি ১৭ আগস্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। মুকুট জয়ের পর তিনি মেক্সিকোতে ১৬ নভেম্বর, ২০২৪-এ অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ২০২৪-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলেও জানা গেছে।
এদিন খেতাব জেতার পর রিয়া সিংহ (Rhea Singha) জানান, ‘আজ আমি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর খেতাব জিতে খুবই খুশি ও সকলের কাছে কৃতজ্ঞ। এই মুকুটের যোগ্য অধিকারী আমি কারণ এই জায়গায় আসতে প্রচুর পরিশ্রম করেছি। আমার আগে যাঁরা এই খেতাব জিতেছেন, তাঁদের দেখে আমি অনুপ্রেরণা পেয়েছিলাম।’
খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া (Rhea Singha)। ১৬ বছর বয়সে ডিভা’স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপা জয় করেছিলেন। রিয়া বেশ কয়েকটি বাণিজ্যিক বিজ্ঞাপনেও কাজ করেছেন। এমনকি তিনি তামান্না ভাটিয়ার মতো জনপ্রিয় তারকার সঙ্গেও কাজ করেছেন। রিয়ার এই জয় ভারতের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত(Inspire)করবে এবং দেশ ছাড়িয়ে ভারতের সুনাম বৃদ্ধি হবে বলে আশা করা যায়। মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় তার সাফল্য কামনায় গোটা দেশ প্রার্থনা করছে।