নিউজ ডেস্ক: নির্ধারিত সময় থেকে ছয় দিন পর শুরু হল বর্ষার (Weather Update) বিদায় পর্ব। দেশ থেকে ধাপে ধাপে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা বিদায় নিতে শুরু করেছে। রাজস্থান এবং গুজরাটের (কচ্ছের) কিছু এলাকায় মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। তবে দুটি জোড়া ঘূর্ণাবর্ত একসঙ্গে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়।
এই নিম্নচাপের ফলে আজ, মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। আগামী এক-দু’ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Update) সম্ভবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে তিন জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা দক্ষিনের জেলাগুলিতে।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের অবস্থা বেহাল। দেদার ঝরছে ঘাম। অতিষ্ঠ পর্যটকরাও। সেপ্টেম্বর মাসেও প্রায় চল্লিশ ছুইছুই করছে তাপমাত্রা (Weather Update)। প্রতি বছর পুজোর সময় প্রচুর বাঙালি ঘুরতে যান পাহাড়ে। আর তার কয়েক মাস পরই পড়তে শুরু করে ঠান্ডা। এবার যেন সেই ছবি পুরো উল্টো। যদিও, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। পরশু, বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি- এই চার জেলায়।
অন্যদিকে দক্ষিনবঙ্গের ঝাড়গ্রাম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির (Weather Update) সম্ভাবনা। কাল বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পরশু বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।