নিউজ ডেস্ক: দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও বাংলা থেকে এখনও বর্ষার রেশ কাটেনি৷ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষা (Weather Update) সাধারণত বিদায় নেয় রাজ্য থেকে৷ কিন্তু আবহাওয়াবিদরা মনে করছেন এবারও সময়ের আগে বর্ষার বিদায়ে সম্ভাবনা কম। ফলে পুজোয় বাঁধা হতে পারে বৃষ্টি ৷ এরই মাঝে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ৷ যার জেরে আগামী কয়েকদিন কলকাতা-সহ বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা৷
এমনিতেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমলেও, কমেনি জলযন্ত্রণা। তার মধ্যেই ফের নিম্নচাপের (Weather Update) ভ্রুকুটিতে আশঙ্কার কালো মেঘ দেখছে রাজ্যবাসী। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে। এরপর বৃহস্পতিবারও পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিনবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বুধবার ভারী বৃষ্টির (Weather Update) পূর্বাভাস রয়েছে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিতে বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৬ জেলায়। অর্থাৎ উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত।
অন্যদিকে কলকাতায় আজ মেঘলা আকাশ। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Weather Update) পূর্বাভাস রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া বেশ কিছু জায়গায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা ফের কিছুটা নেমেছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উল্লেখ্য, সোমবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়। মঙ্গলবারও একই পরিস্থিতি দেখা যায়। তবে বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। তবে শুধু কলকাতাতেই নয়, বুধবার সকাল থেকে আকাশ কালো করে বৃষ্টি (Weather Update) শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জেলায় এমনই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।