নিউজ ডেস্ক: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই পুজো (Durga Puja 2024)। ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে সর্বত্রই পুজোর আবহ। শুরু হয়েছে আয়োজন৷ কোথায় কী থিম হবে তাও ঠিক হয়ে গিয়েছে। সেই অনুযায়ী জোর কদমে চলছে মন্ডপ সজ্জার কাজ৷ তবে আরজি করের ঘটনার কথা কেউ ভোলেনি৷ আর তাই এবার সমাজে নারীদের সার্বিক স্বাধীনতা নিশ্চিত করতেই বিশেষ থিম শিলিগুড়ির সংঘশ্রীর। ‘থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে’- এই থিমের মাধ্যমেই সামগ্রিক বিষয় তুলে ধরা হবে পুজো মন্ডপেই।
এবছর সংঘশ্রী ক্লাব ৫৮-তম বর্ষে (Durga Puja 2024) পদার্পণ করবে। তাই বর্তমান সময়ে আরজি কর কাণ্ডের আবহে সামগ্রিক ঘটনাবলীকে সামনে রেখে নারী স্বাধীনতা এবং নিরাপত্তা সুনিশ্চিতকরণের ক্ষেত্রে বিশেষ বার্তা দিতে চলেছে শিলিগুড়ির এই ক্লাব। মন্ডপ সজ্জায় ব্যবহার হচ্ছে খড়, বাঁশ, পাটের দড়ি, শোলা, প্লাইউড, প্লাস্টার অফ প্যারিস।
এ প্রসঙ্গে পুজো (Durga Puja 2024) উদ্যোক্তারা জানিয়েছেন, মন্ডপের এক্কেবারে প্রবেশ পথ থেকেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজসজ্জার কাজ চলছে। মন্ডপের এক্কেবারে মাঝ বরাবর থাকবে বিশালাকার বাঁশের ঝাড়। সেই বাঁশের ঝাড়-সহ সংলগ্ন এলাকাজুড়ে অসংখ্য পাখি উড়ে বেড়াবে শিকারির ভয় উঁড়িয়ে। যা মূলত নারী স্বাধীনতার বার্তা দেবে। একইসঙ্গে থিমের মাধ্যমে হারিয়ে যাওয়া শৈশবকেও ফিরিয়ে আনার বার্তা দেওয়া হবে। কেননা, বর্তমান সময়ে শিশুরা বই এবং মোবাইলে ডুবে থাকে। সেসব থেকে মুক্ত হয়ে শিশুরা যেন বাইরের জগতকে চিনতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে দূষণ মুক্ত পরিবেশ গড়ারও বিশেষ বার্তা দেওয়া হবে এবারের মন্ডপ সজ্জা থেকে৷
আসলে সম্প্রতি আরজি করে ঘটে যাওয়া ঘটনার পর থেকেই বিচারের দাবিতে উত্তাল হয়েছে গোটা রাজ্য। ঘটনার প্রতিবাদে সামিল হয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাত জেগেছে মেয়েরা। নিজেদের স্বাধীনতা আদায়ে রাত দখল থেকে শুরু করে ভোর দখলের পথে হেঁটেছিল শিলিগুড়িবাসীও। তাই পুজো (Durga Puja 2024) হলেও সেই পুজোর থিমের মধ্যে দিয়ে প্রতিবাদ জারি রাখার চেষ্টা করছে এই ক্লাব।