নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত হল আরজি কর (RG Kar Incident) হাসপাতাল। ‘থ্রেট কালচার’-এ অভিযুক্ত একাধিক চিকিৎসককে আরজি করে দেখতে পেয়েই বিক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। ‘চোর চোর’ স্লোগানের পাশাপাশি শুরু হয় দুই পক্ষের ধাক্কাধাক্কি। বুধবার ‘থ্রেট কালচার’-এ অভিযুক্ত একাধিক চিকিৎসককে হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ডেকে পাঠিয়েছিল। তাঁরা হাসপাতালে যাওয়ার পরই উত্তপ্ত হয় পরিবেশ। জুনিয়র ডাক্তাররা তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
এডীণ থ্রেট কালচারে অভিযুক্ত ৫১ জনের মধ্যে ১২ জন চিকিৎসক, হাউসস্টাফ, ইন্টার্নরা হাজিরা দেন প্রশাসনিক ভবনে। এদিন হাসপাতালে তাঁদের ঢুকতে দেখেই জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে ফেটে পড়েন। ধাক্কাধাক্কিতে এক জনের জামা ছিঁড়ে গিয়েছে বলেও অভিযোগ। অভিযুক্তেরা হাসপাতালের (RG Kar Incident) প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে কোনও রকমে বাইরে যেতে পেরেছেন। কোনও রকমে পরিস্থিতি সামাল দেয় সিআইএসএফ জওয়ানরা।
যদিও বিক্ষোভরত জুনিয়র ডাক্তারেরা জানান, তাঁরা কাউকে মারধর করেননি। কেবল স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এ প্রসঙ্গে বিক্ষোভকারী জুনিয়র ডাক্তার অনুভব মণ্ডল বলেন, ‘‘এত বড় একটা ঘটনা (RG Kar Incident) ঘটে গিয়েছে এই হাসপাতালে। ‘থ্রেট কালচার’-এ যাঁরা অভিযুক্ত, তাঁরা সকালে হাসতে হাসতে তদন্ত কমিটিতে ঢুকেছেন। এত স্পর্ধা এখনও কী করে এঁদের হচ্ছে? আমরা জানতে চাই। অভিযুক্তদের গায়ে কেউ হাত তোলেননি। বাইরে বেরিয়ে ওঁরা নিজেরাই নিজেদের জামাকাপড় ছিঁড়ে ফেলে আমাদের দোষ দিচ্ছেন। এই নাটক কেন করা হচ্ছে? কার ভরসায় এখনও ওঁদের এই বাড়বাড়ন্ত?’’ পাশাপাশি জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, “ছাত্রদের অনেক ক্ষোভ ছিল ৷ সে সবকিছু আমরা তদন্ত কমিটিকে জানিয়েছি৷ যাঁরা আজ এসেছিলেন তাঁরা এই থ্রেট কালচারের জনক৷ স্লোগান, শাউটিং হয়েছে৷ মারধর করা হয়নি৷ আমরা আইনের উপর ভরসা রেখেছি৷ এই থ্রেট কালচার নিয়ে যে তদন্ত চলছে, আমরা তার দ্রুত রিপোর্ট চাই৷ দাবি করছি, সেই রিপোর্ট যেন সকলের সামনে প্রকাশ করা হয় ৷”
অন্যদিকে, আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে শুক্রবার গণ কনভেনশনের আয়োজন করেছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু এই অনুষ্ঠানের জন্য সরকারি হল, ধনধান্য অডিটোরিয়াম চেয়েও পেলেন না তাঁরা। একইভাবে, ‘না’ শুনতে হচ্ছে শহরের অন্যান্য সরকারি হল-মঞ্চ কর্তৃপক্ষের কাছে থেকেও। এমনটাই দাবি জুনিয়র চিকিৎসকদের।