নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। এই আবহে এবার দুর্গাপুজোর (Durga Puja) সময় মণ্ডপগুলিতে হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন অধিকাংশ পুজো উদ্যোক্তারা। বুধবার কলকাতা পুলিশের সঙ্গে পুজোর সমন্বয় বৈঠকে একথাই তুলে ধরেন তাঁরা। পুজোর সময়ে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আবেদন জানিয়েছেন পুলিশের কাছে। এই প্রেক্ষিতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আশ্বাস দেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা।
আসলে এবছরের পুজোতে (Durga Puja) উৎসবের আমেজ নেই, হাওয়ায় এখনও প্রতিবাদের আঁচ। এই আবহে কলকাতা পুলিশের সঙ্গে পুজো কমিটি গুলির সমন্বয় বৈঠকেও উঠে এল আর জি কর-কাণ্ডের প্রসঙ্গ। বুধবার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে বেশ কয়েকটি পুজো কমিটিদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma)। অন্যান্য পুলিশ আধিকারিক, প্রত্যেকটি থানার ওসি, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বৈঠকে।
এই বৈঠকেই পুজো কমিটির (Durga Puja) কর্মকর্তারা বলেন, ‘বেশকিছু জায়গা থেকে আমরা খবর পেয়েছি, এই পুজোয় অনেকে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। মণ্ডপে ঝামেলা পাকানো হতে পারে। তাই এইসব বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে যেন মণ্ডপে ঢুকতে না দেওয়া হয়, সেদিকে পুলিশের নজরদারি প্রয়োজন রয়েছে।’
এ প্রসঙ্গে সুরুচি সঙ্ঘের উদ্যোক্তা স্বরূপ বিশ্বাস বলেন,”সমস্যা অনেক জায়গা হতে পারে। দুষ্কৃতীরা এসে গন্ডগোল করতে পারে। আমরা সেটা পুলিশকে বলেছি। আগে থেকেই প্রস্তুতি রাখতে। পুজো যাতে কলুসিত না হয়।” একইসঙ্গে গল্ফগ্রিন শারদ উৎসবের উদ্যোক্তা তপন দাশগুপ্ত বলেন, “সদ্য ঘটে চলা ঘটনা নিয়ে বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর রাখার জন্য পুজো কমিটিগুলি বলেছে।”
সবার কথা শুনে পুলিশ কমিশনার বলেন, ‘মণ্ডপগুলিতে হামলার পরিকল্পনা হতে পারে বলে যে কথা উঠে এল, তা আমরা মাথায় রাখব। আমরাও বিষয়টি দেখছি। সমস্ত রকম ব্যবস্থা নিয়ে রাখা হবে। আশা করছি পুজোয় (Durga Puja) কলকাতায় কোনও গণ্ডগোল হবে না।’ পুলিশের তরফে জানানো হয়েছে, তৃতীয়া থেকেই রাস্তায় পুলিশ মোতায়েন করা হবে।