নিউজ ডেস্ক: কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ (KBC 16) তার প্রথম ক্রোড়পতিকে পেয়ে গেল। কেবিসির ১৬তম সিজনের প্রথম কোটিপতি হলেন জম্মু-কাশ্মীরের তরুণ চন্দ্র প্রকাশ। বুধবার সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন (Kaun Banega Crorepati) তাদের ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে যেখানে সেই তরুণের এক কোটি টাকা জেতার মুহূর্ত ধরা পড়েছিল।
ভাইরাল হওয়া ভিডিয়ো ক্লিপে দেখা যায়, অমিতাভ বচ্চন গর্বের সঙ্গে উল্লসিত হয়ে দর্শকদের সামনে নেমে এসে চিৎকার করে বলতে থাকেন ‘এক কোটি’। আর দর্শকও ফেটে পড়েন হাততালিতে। সমস্বরে সকলেই যেন উল্লাস প্রকাশ করেন সেই মঞ্চে। এ যেন এক অভূতপূর্ব মুহূর্ত। তারপরে বিগলিত কণ্ঠে অমিতাভ তাঁকে বুকে টেনে নেন। চন্দ্র প্রকাশকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন অমিতাভ। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (KBC 16) পক্ষ থেকে তাঁকে অনেক শুভকামনা জানানো হয়।
তবে ওই তরুণ এক কোটি টাকার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেও পারলেন না ৭ কোটির প্রশ্ন। খেলা থামিয়ে দেন উত্তর না দিয়েই। প্রশ্নটি ছিল, ১৫৮৭ সালে উত্তর আমেরিকায় ইংরেজ বাবা মায়ের সন্তান হিসেবে কার নাম নথিভুক্ত করা হয়েছিল? চন্দ্র এই প্রশ্নের উত্তর জানতেন না। তাঁর সমস্ত লাইফ লাইনও শেষ হয়ে গিয়েছিল। তাই তিনি বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন যে ওখানেই খেলা (KBC 16) থামিয়ে দেবেন। কিন্তু খেলা শেষ হওয়ার পর অমিতাভ বচ্চন তাঁকে আন্দাজে উত্তরটা দিতে বলেন। চান্দের তখন জবাবে জানান ভার্জিনিয়া ডেয়ার। অর্থাৎ অপশন এ। আর সেটা একেবারেই সঠিক উত্তর ছিল। তিনি যদি সাহসে ভর করে উত্তর দিতেন তাহলে ৭ কোটি টাকা জিততে পারতেন। কিন্তু ৭ কোটি টাকা অধরা থাকলেও তিনি ১ কোটি টাকা জিতেছেন এদিন। সঙ্গে একটি গাড়িও পেয়েছেন।
২২ বছর বয়সী চন্দ্র প্রকাশ জম্মু কাশ্মীরের বাসিন্দা। বর্তমানে তিনি ইউপিএসসি ক্র্যাক করার চেষ্টা করছেন। এই শো চলাকালীন চন্দ্র প্রকাশ জানান এতদিনের জীবনে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে। জন্মের সময় থেকেই অন্ত্রে একটি ব্লকেজ ছিল তাঁর। সাত সাতটি সার্জারি হয়েছে তাঁর।