নিউজ ডেস্ক: পুজোর আগে বাংলাদেশের পদ্মার রুপোলি শস্য (Bangladesh Hilsa) পড়তে চলেছে বাঙালির পাতে। পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করল ইলিশ বোঝাই ট্রাক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্গাপুজো উপলক্ষে ভারতে ২৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। সেই অনুমতির পরই পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার ভারতে ঢুকল পদ্মার রুপোলি শস্য।
এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের রূপালি শস্য (Bangladesh Hilsa) নিয়ে ভারতে প্রবেশ করে ট্রাকদুটি। যা পাইকারি বাজার থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে। যদিও কত দামে বিক্রি হবে সে সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করে বলতে পারছেন না এরাজ্যের পাইকারি ব্যবসায়ীরা। তাঁদের মতে যোগান কম থাকায় এবার চড়া হতে পারে বাংলাদেশের ইলিশ মাছের দাম।
এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, ‘পাইকারি বাজারে মাছ (Bangladesh Hilsa) নিলাম করে বিক্রি হয়। যা অবস্থা তাতে আমাদের ধারণা সেখানেই মাছ কেজি প্রতি ১৪০০ টাকা দামে বিক্রি হবে। এরপর খুচরো বাজারে যে যেরকম পারবে বিক্রি করবে।’
উল্লেখ্য, ২০২১ সালের আগে পর্যন্ত বাংলাদেশ থেকে ইলিশ মাছ (Bangladesh Hilsa) অনায়াসে এসে পৌঁছত এপার বাংলায়। তবে ২০১২ সালে শেখ হাসিনার সরকার ইলিশ রফতানিতে রাশ টানে। এরপর থেকে শুধু পুজোয় ইলিশ আসে ভারতে। তবে এবার ইউনূস সরকারের আমলে আদৌ এই মাছ আসবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এরইমধ্যেই দুর্গাপুজো উপলক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ ভারতকে দেওয়ার কথা জানায় বাংলাদেশ সরকার। আর সেই কথা মতোই এবার পুজোর আগেই বাংলায় ঢুকে গেল ট্রাকভর্তি বাংলাদেশের ইলিশ। এরপর ধাপে ধাপে আরও ট্রাক ভর্তি ইলিশ ভারতে নিয়ে আসা হবে।
তবে জানা গিয়েছে, আগামী ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নদীতে মাছ (Bangladesh Hilsa) ধরা হবে। তারপর ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হবে। সেই হিসেবে অনুমতি অনুযায়ী শেষপর্যন্ত কত মাছ এদেশে আসে তা এখনও কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেই পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরাও জানিয়েছেন।