নিউজ ডেস্ক: বৃষ্টি কমলেও আজ শুক্রবার সকাল থেকে একেবারে মেঘলা আকাশ। গত দুদিন কখনও হালকা তো কখনও ভারী বৃষ্টিতে (Weather Update) লাগাতার ভিজেছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি। এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টি হয়েছে। তবে সেপ্টেম্বরের বাকি দিনগুলোতে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই ফের বৃষ্টি বাড়ার আশঙ্কা রাজ্যে।
উত্তরবঙ্গে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Weather Update) সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই চার জেলাতে। একইসঙ্গে কোচবিহারেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। কাল শনিবার থেকে আবহাওয়ার উন্নতি উত্তরবঙ্গেও। তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গের পাশাপাশি আজ ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের বেশ কিছু জেলাতেও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনি ও রবিবার সার্বিকভাবে গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। বৃষ্টির সম্ভাবনা শনিবার ও রবিবার প্রায় নেই।
অন্যদিকে গত দুদিনে একেবারে রাতভর বৃষ্টি হয় কলকাতা সহ সংলগ্ন এলাকাতে। যার জেরে শহরের একাধিক জায়গায় জল জমে যায়। চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও আজ শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা (Weather Update) রয়েছে। কখনও কখনও রোদেরও দেখা মিলছে। এই অবস্থায় আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার প্রধানত আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। তবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী ২৪ ঘণ্টায় তেমনটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে (Weather Update) জানা গিয়েছে, মহালয়াতে বৃষ্টি হবে। সেই সঙ্গে আপামোর বাঙালির কাছেও দু:খের খবর যে পুজোর চারদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে৷ হাওয়া অফিস সূত্রে খবর, ৩০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকলেও ফের ১ তারিখ থেকে আবার দুই বঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোয় গোটা বাংলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। অর্থাৎ লক্ষ্মীপুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি।
এমনিতেই গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাই প্রায় জলমগ্ন। নিম্নচাপের জেরে হাওড়া, হুগলি ও দুইমেদিনীপুর প্রায় বন্যার জলে ভাসছে৷ বিঘার পর বিঘা জমি জলের তলায়৷ এর মধ্যেই আবার ডিভিসির জল ঢুকতে শুরু করে দিয়েছে এই সমস্ত বন্যা কবলিত এলাকাতে৷ ফলে ফের বাড়তে শুরু করে দিয়েছে জলস্তর৷