নিউজ ডেস্ক: ছবি প্রকাশের পর থেকেই সিনেমা হলে রমরমিয়ে চলছে স্ত্রী টু (Stree 2 In OTT)। ইতিমধ্যেই গোটা দেশে স্ত্রী টু ৬০০ কোটির ব্যবসা করে ফেলেছে। সিনেমা হলে স্ত্রী টু-এর ধামাকাদার ব্যবসার পর এবার শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) ও রাজকুমার রাওয়ের (Rajkummar Rao) এই ছবি দেখা যাবে অনলাইনেও। এবার প্রাইম ভিডিয়োতে মুক্তি পাচ্ছে স্ত্রী টু।
তবে তার জন্য খসাতে হবে গাঁটের কড়ি। প্রাইম ভিডিয়ো যাঁদের রয়েছে, তাঁরা ভারতীয় মুদ্রায় ৩৪৯ টাকা খরচ করে স্ত্রী টু দেখতে পাবেন। অর্থাৎ প্রাইম ভিডিয়োতে স্ত্রী টু (Stree 2 In OTT) দেখতে আপনাকে ৩৪৯ টাকা খরচ করতে হবে বলে জানা যাচ্ছে। হিন্দির পাশাপাশি ইংরেজি সাবটাইটেলেও দেখা যাবে ব্লকবাস্টার এই সিনেমা।
তবে ইতিমধ্যেই অনেকেই এই ছবি প্রেক্ষাগৃহে দেখে নিয়েছেন৷ কিন্তু যাঁরা এখনও পর্যন্ত দেখেননি তাঁরা চাইলে এবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে রেন্টালে দেখতে পারেন এই ছবি (Stree 2 In OTT)৷ আর যদি ফ্রিতে দেখতে চান তাহলে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন৷ জানা গিয়েছে দশেরা উপলক্ষ্যে এই ছবি সিনেপ্রেমীরা ওটিটি-তে দেখতে পারবেন ফ্রিতে৷
এর আগে ২০১৮ সালে মুক্তি পায় ‘স্ত্রী’৷ সেই গল্পের সিক্যুয়েল ধরেই এগিয়েছে ‘স্ত্রী ২’ (Stree 2 In OTT)৷ যেখানে শ্রদ্ধা কাপুরের সামনে নতুন চ্যালেঞ্জ হিসাবে আসবে শরকাটা৷ ফলে চান্দেরীর লোকেদের বিপদমুক্ত করতে শ্রদ্ধা সাহায্য নেন রাজকুমার ও তাঁর টিমের৷ গত ১৪ আগস্ট মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে অমর কৌশিকের ছবি ‘স্ত্রী ২’। ‘স্ত্রী ২’ ছবির পরিচালনা, হাস্যরস, গল্প, সংগীত, সংলাপ, ভিএফএক্স সবকিছুই দুর্দান্ত। তার ওপর রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত অভিনয়ে মুগ্ধ সবাই।
অমর কৌশিক পরিচালিত, ম্যাডক ফিল্মস, জিও স্টুডিয়ো প্রযোজিত ‘স্ত্রী ২’ (Stree 2 In OTT) বক্সঅফিসে মাত দেয় শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবিকেও৷ শুধু তাই নয়, হিন্দিতে মুক্তি সিনেমা হিসাবে একনম্বর জায়গাও দখল করে নেয় ‘স্ত্রী ২’৷ আর এবার সেই ছবিই আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে।