নিউজ ডেস্ক: ঝমঝমিয়ে ভারী বৃষ্টি না-হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে উৎসবের আবহ থমকে যেতে পারে৷ সাধারণত বঙ্গ থেকে বর্ষার (weather update) বিদায় নেয় ১০ থেকে ১২ অক্টোবর৷ এবার তা ৭ দিন পিছিয়ে যাবে বলে মনে করছে আলিপুর হাওয়া অফিস৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৫ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গেও।
উত্তরবঙ্গে আজ, শনিবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। তবে আগামিকাল, রবিবার থেকে সোমবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির (weather update) পরিমাণ। মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হচ্ছে। যার জেরে কার্যত দুর্বিষহ পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। পাহাড়ের বহু জায়গায় ধস নেমেছে। এমনকি তিস্তার জলও বাড়তে শুরু করেছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়ার উন্নতি হবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস (weather update) পশ্চিমের বেশ কিছু জেলাতে রয়েছে। বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি আছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ২৯ ও ৩০ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ অক্টোবরের শুরুতেও একই অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে৷
পাশাপাশি আজ সারাদিন শহরে মেঘলা আকাশ (weather update) থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে শহরে মেঘ সরিয়ে রোদের দেখা মিলবে।
তবে পিতৃপক্ষের শেষ থেকে দেবীপক্ষ জুড়ে থাকবে বৃষ্টির দাপাদাপি৷ ফলে স্বাভাবিকভাবেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে থাকছে শঙ্কা৷ রাজ্যে বৃষ্টি পরিস্থিতি আপাতত রাশ টানলেও অক্টোবরের শুরু থেকেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷