নিউজ ডেস্ক: যতই একালের প্রজন্ম ওয়েব সিরিজের ভক্ত হোক না কেন, পুজোর সময়ে আসা নতুন সিনেমা ঘিরে কমবেশি কৌতূহল সবারই থাকে। এ বছরও পুজোর মরশুমে আসতে চলেছে একঝাঁক নতুন বাংলা ছবি (Durga Puja Film Releases)।
এ বছর পুজোয় রিলিজ করা সিনেমার (Durga Puja Film Releases) তালিকায় রয়েছে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পরান বন্দ্যোপাধ্যায়, টোটা রায়চৌধুরী অভিনীত টেক্কা। এই সিনেমায় থাকছে তথাকথিত সমাজের বিরুদ্ধে এক আধুনিক নারীর লড়াইয়ের কাহিনি। থাকছে রণ রাজ পরিচালিত, ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্ত, দর্শনা বণিক অভিনীত পরিচয় গুপ্ত। বিশ শতকের বাংলার প্রেক্ষাপটে এক জমিদার ও তাঁর প্রত্নতত্ত্ববিদ বন্ধুকে ঘিরে এই জমজমাট থ্রিলার। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় পরিচালিত ওআবীর চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত বহুরূপী। অনীক দত্ত পরিচালিত আবীর চট্টোপাধ্যায়, কাজী নওসাবা আহমেদ অভিনীত যত কাণ্ড কলকাতাতেই। প্রেম, প্রতিদ্বন্দ্বিতা ও অ্যাকশন নিয়ে গড়ে উঠেছে ছবির প্লট। সুজিত রিনো দত্ত পরিচালিত দেব, যীশু সেনগুপ্ত, ইধিকা পাল অভিনীত খাদান। পুরুলিয়া থেকে দামোদর উপত্যকায় কাজ করতে আসা শ্যাম নামে এক শ্রমিকের গল্প থাকছে এই ছবিতে। পথিকৃৎ বসু পরিচালিত মিঠুন চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী অভিনীত শাস্ত্রী। এই সিনেমায় রয়েছে পরিমল নামের এক ব্যক্তির ‘পরিমল বাবা’ হয়ে ওঠার কাহিনি। যে নাকি মানুষকে তার ভবিষ্যত বলে দিতে থাকে। আর সব শেষে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী মুখোপাধ্যায় অভিনীত আমার বস। বাড়ি ও কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কের বিভিন্ন আঙ্গিক নিয়ে একটি হৃদয়গ্রাহী ছবি এটি।
আসলে পুজোর সঙ্গে কেনাকাটা, সাজগোজ যেমন ওতপ্রোত ভাবে জড়িয়ে, তেমনই পুজোবার্ষিকী, পুজোর গান, পুজোর সিনেমারও (Durga Puja Film Releases) যোগাযোগও ততটাই গভীর। দুর্গাপুজো থেকে কালীপুজো, ভাইফোঁটা, বড়দিন মিলিয়ে টানা কয়েক মাস থাকে উৎসবের আমেজ। আর সেই সময় পুজোয় একটা দিন দলবেঁধে বন্ধুরা বা ভাইফোঁটায় ভাইবোনেরা মিলে সিনেমা দেখতে যাওয়ার মজাই আলাদা।