নিউজ ডেস্ক: সামনে মাত্র কয়েকটি দিন এরপরেই বাঙালির সব থেকে প্রিয় ও সেরা উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোকে কেন্দ্র করেই অনেক প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে৷ কিন্তু পুজোর সময় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে জলীয়বাষ্প থাকায় অস্বস্তিকর গরম (Weather Update) থাকবে। তাপমাত্রা বাড়লেও বেশ কয়েকটি জেলার বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
হাওয়া অফিস জানিয়েছে, দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে৷ তবে বাংলা থেকে বর্ষার বিদায় এখনও দেরি রয়েছে। সাধারণত অক্টোবরের ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বর্ষা বঙ্গে সক্রিয় থাকে৷ এই বছর বর্ষার (Weather Update) বিলম্বিত বিদায়। তাই, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত রাজ্যে বর্ষার প্রভাব থাকবে৷ ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
এতদিন উত্তরবঙ্গে একটানা ভারী থেকে অতিভারী বৃষ্টি ও মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটাই কমেছিল। কিন্তু আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বাতাসে জলীয়বাষ্প (Weather Update) থাকায় বৃষ্টি না-হলে অস্বস্তি সামান্য থাকবে। তবে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে৷ মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে মূলত পার্বত্য এলাকায়।
অন্যদিকে আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে৷ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি (Weather Update) কম থাকবে। বুধবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তবে পুজোয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তাই ঘুম ভাঙতেই শহরবাসীর চোখে পড়ছে নীল আকাশ ও সাদা মেঘের ভেলা।
মহালয়া দিনে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ভারী বৃষ্টির (Weather Update) তেমন কোনও আশঙ্কা নেই। হাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপ। ফলে মৎসজীবীদের জন্যও উপকূল সংক্রান্ত এলাকায় নতুন করে কোনওরকম সতর্কতা জারি করা হয়নি।