নিউজ ডেস্ক: অবশেষে সুনীতার কাছে পৌঁছচ্ছে নয়া মহাকাশযান। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে স্পেস এক্স-কে। তাই সুনীতা ও বুচকে ফেরাতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গেল এই মহাকাশযান। সঙ্গে পৌঁছলেন দুই মহাকাশচারীও। লাইভ স্ট্রিমে দেখা গিয়েছে তাঁদের পৌঁছনোর মুহূর্ত। দীর্ঘদিন ধরে মহাকাশে আটকে থাকা সুনীতারা তাঁদের দেখেই জড়িয়ে ধরেন। আশার আলো নিয়ে পৌঁছনো দুই নভোশ্চরই এখন তাঁদের কাছে ত্রাতা।
তবে তবে এই অভিযানও ভয়ঙ্কর বাধার মুখে পড়েছিল। Falcon-9 রকেট মহাকাশযানটিকে কক্ষপথে পৌঁছে দেওয়ার পর তার থেকে ক্যাপসুলটি আলাদা হওয়ার সময় যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বলে জানিয়েছে স্পেস এক্স। রকেটের উপরের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। স্পেস এক্স জানিয়েছে, রকেটের উপরের অংশটি পরিকল্পনা মাফিক মহাসাগরে এনে ফেলা হয়। কিন্তু কক্ষপথ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় রকেটের উপরের অংশের বেশ খানিকটা পুড়ে যায়। ফলে মহাসাগরে এনে ফেলা হলেও, মহাসাগরের যে নির্ধারিত জায়গায় রকেটের অবশিষ্টাংশ এনে ফেলার কথা ছিল, তা সম্ভব হয়নি।
তবে এদিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশযানটিকে নোঙর করার পর নিক এবং অ্যালেকজান্ডার নামের দুই নভোশ্চরই সন্ধ্যা ৭টায় সুনীতাদের (Sunita Williams) কাছে পৌঁছন। এ প্রসঙ্গে নাসার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর পাম মেলরয় বলেন, ”কী অভুতপূর্ব একটি দিন। নিক এবং আলেকজ়ান্ডার যখন ফেব্রুয়ারি মাসে ফিরবেন, সুনীতা এবং বুচকে সঙ্গে নিয়েই আসবেন। তাঁরা আগামী পাঁচ মাস সুনীতাদের সঙ্গেই স্পেস স্টেশনে থাকবেন। ২০০ রকমের পরীক্ষা নিরীক্ষা করবেন তাঁরা।”
তবে এখুনি পৃথিবীতে ফিরবেন না সুনীতারা (Sunita Williams)। জানা গিয়েছে, আগামী পাঁচ মাস সেখানে গবেষণামূলক কাজকর্ম চালাবেন নিক এবং অ্যালেকজান্ডার। সুনীতা এবং ব্যারিও তাঁদের সঙ্গে গবেষণার কাজে যুক্ত থাকবেন। শেষ মেশ, আগামী বছর ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসার কথা তাঁদের।