নিউজ ডেস্ক: বাংলাজুড়ে উৎসবের মরসুম শুরু। কিন্তু আবহাওয়া দফতরের সঙ্কেত বলছে, বৃষ্টি (Weather Update) থেকে পুরোপুরি রেহাই পাচ্ছে না বঙ্গ, অন্তত এখনই। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গও ভিজতে পারে দেবীপক্ষের গোড়ায়। একইসঙ্গে দক্ষিনের ৭ জেলার জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা।
তবে আপাতত রাজ্যে ভারী বৃষ্টির (Weather Update) সতর্কতা নেই। স্বাভাবিকের উপরেই থাকবে দিন ও রাতের তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বেশি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে-দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। এক নাগাড়ে বৃষ্টিতে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছিল। পুজোর মুখে পর্যটনে আশঙ্কার মেঘ (Weather Update) ঘনীয়েছিল। তবে মেঘ কেটে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে গত ২ দিন ধরে। জলপাইগুড়ি থেকে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আবার মেঘের ঘনঘটা ও আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কায় পাহাড়বাসী।
অন্যদিকে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। তবে বুধবার থেকে দু-তিন দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। কিছু জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি থাকতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির দাপট বাড়বে দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়।
পাশাপাশি কলকাতায় আজ, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। কখনও আংশিক মেঘলা আকাশ, কখনও পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি। তাই রোদ চড়া (Weather Update) এবং অস্বস্তি থাকবে। মঙ্গল থেকে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।