নিউজ ডেস্ক: সকাল সকাল মিলল দুঃসংবাদ। কলকাতায় আসার পথে গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা (Actor Govinda)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে গিয়ে লেগেছে তাঁর পায়ে। গুলি তাঁর হাঁটুতে লেগেছ বলেই খবর।
মঙ্গলবার ১ অক্টোবর, ভোর পৌনে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে এদিন মুম্বইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করার সময় অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা (Actor Govinda) মঙ্গলবার দুর্ঘটনাবশত নিজের পায়ে গুলি করে বসেন। ঘটনার পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ডাক্তার গুলি বের করে দিয়েছেন। তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মুম্বইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
এদিন ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সেই সময় অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তাঁর (Actor Govinda) হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
গোবিন্দার (Actor Govinda) ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, “কলকাতায় একটি শো করার জন্য আমাদের সকাল ৬টায় বিমান ছিল, আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দাজিও তাঁর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। রিভলভারটি আলমারিতে রাখার সময় পড়ে গিয়ে গুলি ছুটে যায়। ঈশ্বরের আশীর্বাদে গোবিন্দাজির শুধুমাত্র পায়ে আঘাত লেগেছে। গুরুতর কিছু ঘটেনি।”
তবে ঠিক কীভাবে তাঁর (Actor Govinda) নিজের বন্দুক থেকে ভুল করে গুলি বেরিয়ে লাগল, সেবিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। প্রত্যক্ষদর্শী এবং অভিনেতার বক্তব্য রেকর্ড করার পরিকল্পনা করেছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ বন্দুকটিকে বাজেয়াপ্ত করেছে। একইসঙ্গে এই ঘটনা, জনসাধারণের মধ্যে আগ্নেয়াস্ত্র সুরক্ষা অনুশীলনের দিকে ফের জোর দিচ্ছে। তবে গোবিন্দা এই ঘটনা নিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেননি।