নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার তৃতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ রয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir)। মোট ৪০ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। ভোট শুরু হয়েছে সকাল ৭টায়, শেষ হবে সন্ধ্যা ৭টা। কমিশনের দেওয়া তথ্য বলছে, শেষ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৪০ লক্ষ। মোট প্রার্থী ৪০৫ জন। পাশাপাশি জম্মু ডিভিশনের ২৪ এবং কাশ্মীরের ১৬টি আসনে ভোটাভুটি হবে। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে ৫০৬০ কেন্দ্রে মঙ্গলবার ভোটগ্রহণ হবে।
এদিন সকাল থেকে ভোটগ্রহণ উপলক্ষে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে আঁটসাট নিরাপত্তা। ভোটগ্রহণ পর্ব ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়, তা নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। কাশ্মীর উপত্যকার কারনা, ত্রেগাম, কুপওয়াড়া, লোলাব, হান্দওয়ারা, লাঙ্গাতে, সোপোর, রাফিয়াবাদ, উরি, বারমুল্লা, গুলমার্গ, ওয়াগুরা-কৃরি, পাট্টান, সোনাওয়ারি, বন্দিপোরা এবং গুরেজ়ে ভোটগ্রহণ চলছে। পাশাপাশি জম্মুর উধমপুর পশ্চিম, উধমপুর পূর্ব, চেনানি, রামনগর, বানি, বিল্লাওয়ার, বাসোলি, জাসরোতা, কাঠুয়া, হিরানগর, রামগড়, সাম্বা, বিজয়ুর, বিষ্ণা, সুচেতাগড়, আরএস পুরা, জম্মু দক্ষিণ, বাহু, জম্মু পূর্ব, নাগ্রোতা, জম্মু পশ্চিম, জম্মু উত্তর, মাড়, আখনু এবং ছাম্বে ভোটগ্রহণ চলছে।
প্রসঙ্গত, ১০ বছর পরে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) বিধানসভার ভোট হচ্ছে, প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর। ৯০ আসনের মধ্যে প্রথম দফায় ২৪টি আসনে ভোট হয়েছিল। এরপর ২৫ তারিখে জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়। ওইদিন ২৬টি আসনে ভোট গ্রহণ হয়। আর আজ তথা মঙ্গলবার রয়েছে শেষ দফার ভোট। প্রথম দফায় ভোট পড়েছিল প্রায় ৬১ শতাংশ। দ্বিতীয় দফার নির্বাচনে প্রায় ৫৭.৩ শতাংশ ভোট পড়েছিল। তবে মঙ্গলবার (Assembly Election) তৃতীয় দফার ভোটগ্রহণে কত শতাংশ ভোট পড়ল তা দিনের শেষে বোঝা যাবে।
ভোট প্রসঙ্গে এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেচন, ‘জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir) বিধানসভা নির্বাচনে আজ তৃতীয় ও শেষ দফার ভোট। গণতন্ত্রের উৎসবকে সফল করতে সকল ভোটারদের এগিয়ে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি নিশ্চিত যে তরুণ বন্ধুরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তারা ছাড়াও নারী শক্তি বিপুল সংখ্যায় ভোটে অংশগ্রহণ করবে।’
প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণ আগে উপত্যকাবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ লেখেন, ‘জম্মু-কাশ্মীরে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে একটি সরকারের প্রয়োজন। আজ, এখানে শেষ পর্যায়ে ভোট৷ জনগণের উচিত তাদের ভোটদানের ক্ষমতা প্রয়োগ করে এমন একটি সরকার গঠন করা যা জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, স্বজনপ্রীতি এবং দুর্নীতি থেকে মুক্ত করতে পারে৷ উপত্যকার পর্যটন, শিক্ষা, কর্মসংস্থান এবং সর্বাত্মক উন্নয়নের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিন৷’