নিউজ ডেস্ক: পুজোর আগেই চা শ্রমিকদের জন্য সুখবর। এবার চা শ্রমিকদের বোনাসের (Tea Workers Bonus) জন্য মালিক পক্ষদের বিশেষ আবেদন করল রাজ্য সরকার। জানা গিয়েছে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ের চা বাগানগুলিতে মালিক পক্ষকে ১৬ শতাংশ করে বোনাস দেওয়ার আবেদন জানাল রাজ্য। আসলে সম্প্রতি সময়ে চা বাগানের বোনাস বা বেতন নিয়ে অসন্তোষ দেখা যায় শ্রমিকদের মধ্যে। এই জন্যই রাজ্যের তরফে এই আবেদনের কথা জানানো হল চা শ্রমিকদের বিভিন্ন ইউনিয়নদের।
প্রসঙ্গত ২০ শতাংশ বোনাস এ(Tea Workers Bonus) র দাবিতে গতকালই ১২ ঘন্টার পাহাড় বনধ ডেকেছিলো পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠন। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বনধ চলে। মালিকপক্ষের উপর বাড়ে চাপ। এরআগে প্রায় ৪ দফায় বৈঠকও হয়। কিন্তু, শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবি থেকে সরতে নারাজ ছিলেন শ্রমিক নেতারা। শেষমেশ রাজ্য সরকারের শ্রম দফতর, চা বাগান মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের ত্রিপাক্ষিক বৈঠকের পর রাজ্য এই আবেদন জানালো মালিক পক্ষের কাছে। ৪ঠা অক্টোবর থেকে এই বোনাস দেওয়ার জন্য মালিক পক্ষকে আবেদন করেছে রাজ্য সরকার।
উল্লেখ্য, গতকাল বনধের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গেই উপস্থিত ছিলেন। তাঁর কানেও গিয়েছিল কথাটা। তাই উত্তরকন্যা থেকে বৈঠক করে বেরিয়ে ফেরার পথে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ”সমস্যা মিটে যাবে। আমি শ্রম দফতরকে বিষয়টি দেখে নিতে বলেছি।’” আর হলও তাই। শ্রম দফতরের হস্তক্ষেপে বোনাসও মিলল। আর দুর্গাপুজোর মুখে হাসিও ফুটল চা–শ্রমিকদের মধ্যে। এই ঘটনায় এখন খুশি সকলেই।
প্রসঙ্গত, আগে একাধিকবার বৈঠক হলেও কোনও নির্দিষ্ট রফা সূত্র বের হয়নি। শ্রমিক সংগঠনগুলির দাবি ছিল ২০ শতাংশ হারে দিতে হবে বোনাস। কিন্তু তা মানতে নারাজ মালিকপক্ষ। তাঁদের দাবি, ৮.৩৩ শতাংশের বেশি বোনাস (Tea Workers Bonus) দিলে তাঁদের বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে। সে কারণেই এটা মানা সম্ভব নয়। যদিও তারপরও লাগাতার চলেছিল বৈঠক। কিন্তু, কেউ রাজি ছিলেন না জমি ছাড়তে। অবশেষে রাজ্য সরকারের এই আবেদন নিয়ে এখন শুরু হয়েছে জোর চর্চা। পুজোর মুখে মালিকপক্ষ সরকারের এই আবেদনে সাড়া দেয় কিনা এখন সেদিকে নজর সব মহলের।