নিউজ ডেস্ক: আজ মহালয়া। আর মাতৃপক্ষের শুরুতেই ভিজল শহর। এর আগে গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজেছিল (Weather Update) দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। প্রবল বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গেও। আর মহালয়ার দিন সকালেও এর অন্যথা হল না। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।
গত সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় টানা ভারী বৃষ্টি হয়েই চলেছে। মহালয়ার দিনও বিরাম নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই বৃষ্টি (Weather Update) বাড়তে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ৬ জেলাতে রয়েছে হলুদ সতর্কতা। তালিকায় রয়েছে, দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, মহালয়ার দিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের এই ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Weather Update) আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে মহালয়ার দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আজ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি (Weather Update)। আবহাওয়া সূত্রে খবর, আজ কলকাতার তাপমাত্রা ২৬ থেকে ৩৬ ডিগ্রির মধ্যেই থাকবে।
অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, নতুন করে তৈরি হয়েছে ২ টি ঘূর্ণাবর্ত (Weather Update)। যার জেরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। তবে ভারী ব্ষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। ফলে উষ্ণতা ও আর্দ্রতার কাঁটায় বিদ্ধ হতে পারেন বঙ্গবাসী।
তবে সকলের মনে একচাই প্রশ্ন যে পুজোর চারদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া৷ সেই বিষয় নিয়ে হাওয়া অফিস (Weather update) জানিয়েছে, যে পুজোর কটাদিন ভারী বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷