নিউজ ডেস্ক: অভয়ার বিচারের দাবিতে রাত দখলের পর মহালয়ার দিন ‘ভোর দখল’। আর জি কর কাণ্ডের জেরে এ এক অন্য মহালয়ার ভোর দেখল (RG Kar Protest) রাজ্যবাসী। অর্থাৎ প্রতিবাদে সূচনা হল দেবীপক্ষের। বিচারের দাবিতে ৫৪ দিন পরেও রাজপথে নামল নাগরিক সমাজ। বৃষ্টিকে উপেক্ষা করে ভোরে জায়গায় জায়গায় মহালয়া চালিয়ে স্লোগান ওঠে, ‘বিচার না হলে, উৎসবে ফিরছি না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস ফর আর জি কর’।
মহালয়ায় পিতৃপক্ষের অবসান করে সূচনা হল দেবীপক্ষের। এই উৎসবের আবহে আরজি কর কাণ্ডের রেশ জারি থাকল। গতকাল বহু জায়গায় রাতদখল (RG Kar Protest) হয়েছে। আর দেবীপক্ষের সূচনায় ভোর দখল হয়েছে। দক্ষিণ কলকাতায় রুবির মোড় থেকে শুরু করে বেহালার ডায়মন্ড হারবার রোডে দেখা গিয়েছে সাধারণ মানুষের ভিড়।
শহর ছাড়িয়ে মহালয়ার দিন প্রতিবাদ পৌঁছে গেছে জেলাতেও। ভোর থেকেই ঢাক নিয়ে পোস্টার হাতে প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ। আবার নির্যাতিতার আত্মার শান্তি কামনায় কেউ কেউ গণতর্পণে (RG Kar Protest) সামিল হয়েছিলেন। উত্তরবঙ্গের জেলা থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যজুড়ে এই প্রতিবাদের চিহ্ন দেখা গেছে মহালয়ার ভোর থেকে। বীরভূমে গণতর্পণ হয়েছে বিচারের দাবিতে। একই দৃশ্য দেখা গিয়েছে বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর সতীঘাটে।
অন্যদিকে মহালয়ার ভোরে ডায়মন্ড হারবার রোডের ধারে বেহালা থানার উল্টো দিকে প্রতিবাদে (RG Kar Protest) সামিল হয়েছিলেন সাধারণ মানুষ। সেখানে পথ নাটিকা করতে দেখা যায় জোকা ইএসআইয়ের জুনিয়র ডাক্তারদের। পাশাপাশি রুবির মোড়ে রাত-ভোর দখল করা হয় আরজি কর কাণ্ডের প্রতিবাদে। সেখানে রাস্তায় ছবি আঁকা হয়। বিচারের দাবিতে ওঠে স্লোগান।
নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে (RG Kar Protest) উঠল কোচবিহার, মেদিনীপুর, চাকদা, গড়িয়া, উত্তরপাড়া, খড়দা, সোদপুর, কলকাতা সহ তৎসংলগ্ন এলাকা। কোথাও সাদা শাড়ি-লাল পাড়ে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ করতে দেখা গেল মহিলাদের, আবার কোথাও ঢাকের তালে উঠল প্রতিবাদের স্বর। সব মিলিয়ে এবছর মহালয়ার ভোরে নাগরিক সমাজ সাক্ষী রইল এক অন্য মহালয়ার।