নিউজ ডেস্ক: সিনেমা প্রেমীদের জন্য দারুন খবর। আপাদমস্তক রহস্যে মোড়া ঘটনা নিয়ে আসছে চালচিত্র। আজ, মহালয়ার দিন প্রকাশিত হয়েছে তারই টিজার। ৪০ সেকেন্ডের টিজার গল্প বলে গিয়েছে কলকাতার বুকে ঘটে চলা একের পর এক খুনের। পুজোর আগেই একের পর এক মেয়ের খুনের ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। এই ঘটনার তদন্তে নামবে পুলিশ বাহিনী। এই শহরে নারী নিরাপত্তার পরিপ্রেক্ষিতে তৈরী হয়েছে এই গল্প।
সদ্য মুক্তি পাওয়া এই ছবির টিজারে এক ঝলক দেখা গেল সমস্ত চরিত্রদের। এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও ইন্দ্রজিৎ বসু (Indrajit Basu)-কে। একটি রহস্যময় চরিত্রে থাকছেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক। এছাড়াও এই সিরিজে রয়েছেন স্বস্তিকা দত্ত, রাইমা সেন, তনিকা বসু ও প্রিয়া বন্দ্যোপাধ্যায়। ছবিতে রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।
প্রথমে শোনা গিয়েছিল এই ছবি মুক্তি পাবে পুজোয়। তবে না, প্রীতম ডি গুপ্তর পরিচালিত ছবি ‘চালচিত্র’ (Chaalchitro) দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। শোনা যাচ্ছে, এই ছবিটি ক্রিসমাসে মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালক ও প্রযোজকের।
এ প্রসঙ্গে পরিচালক প্রীতম ডি গুপ্ত বলছেন, ”বর্তমানে যা সিরিজ ও সিনেমা তৈরি হচ্ছে, তার অধিকাংশই থ্রিলার। আর সেই কারণেই বর্তমান সময়ে দাঁড়িয়ে থ্রিলার বানানো যেমন চ্যালেঞ্জিং, তেমনই আগুন নিয়ে খেলা। আমি চেষ্টা করেছি দর্শকদের এমন একটা ছবি উপহার দিতে যেটা দর্শকদের থ্রিলারের সঙ্গে বিভিন্ন আবেগের একটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যাবেন। আজ মহালয়া। মা দুর্গার যেমন ঘরে আসার দিন গোনার অপেক্ষা.. ‘চালচিত্র’-ও তেমনই দর্শকদের মধ্যে পৌঁছে যাওয়ার অপেক্ষা।”
একইসঙ্গে এদিন পরিচালক তার সোশ্যাল মিডিয়াতে ছবির টিজার শেয়ার ক্যাপশনে লিখেছেন, ‘আজ শুভ মহালয়ায় দুর্গার আবাহনে দেবীপক্ষের সূচনা। সেই ঢাকের বোলে চণ্ডি পাঠে শুরু হচ্ছে আমাদের ছায়াছবি চালচিত্রের যাত্রা। রইল টিসার। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে ছড়িয়ে দিন।’