নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে পুজোর আগে আবার নিম্নচাপ। নিম্নচাপ (Weather Update) তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। তবে পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে।
মহালয়ার ভোর থেকেই হালকা বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তার মাঝেই দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে। দুর্গাপুজোতেও বৃষ্টি (Weather Update) থেকে মুক্তি নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে সেই বৃষ্টি বড় কোনও দুর্যোগের আকার নেবে না বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামীকাল থেকে ফের সাত জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পুজো মুখে পর্যটনের মরশুম শুরু হয়ে গিয়েছে পাহাড়ে। তার মধ্যে অই বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে পর্যটকদের। তবে উত্তরবঙ্গের আর কোনও জেলায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি (Weather Update) হবে উপকূল ও উপকূল লাগোয়া জেলাগুলিতে। এরপর আগামীকাল থেকে ২ দিন বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার সঙ্গে মেঘলা আকাশ থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। আগামিকাল, শুক্রবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহরে। বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা (Weather Update) থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে আগামিকাল, শুক্রবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা বঙ্গোপসাগরে। সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।