নিউজ ডেস্ক: বুধবার বাঁশদ্রোণী এলাকায় জেসিবির ধাক্কায় পড়ুয়ার মৃত্যু এবং বিজেপি কর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদে ধরনায় বসেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Gangopadhyay)। তাঁর অভিযোগ, পুলিশ মূল অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে। রাত থেকে ধরনার পর সকালে রূপাকে গ্রপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, বুধবার মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় নবম শ্রেণির এক ছাত্র মৃত্য়ুতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়। দিনভর তপ্ত থাকে পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা প্রশাসন-কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ভাঙচুর চালানো হয় ঘাতক পে লোডারে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পাটুলি থানার ওসি-কেও। উত্তেজিত বাসিন্দাদের রোষের মুখে পড়েন তিনি। এক কনস্টেবলকে কিল-চড়-ঘুষি মারারও অভিযোগ ওঠে। দুপুরের পরও পরিস্থিতি অশান্ত থাকে। অন্যদিকে এই ঘটনায় কাউন্সিলর এলাকায় না আসায় ক্ষোভের আগুন জ্বলতে থাকে। এরমধ্যেই দুপুরের পর হঠাৎই করে স্থানীয় বাসিন্দাদের ওপর বহিরাগত হামলার অভিযোগ ওঠে। তাতে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যান ডিসি এসএসডি বিদিশা কলিতা। ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে থানার বাইরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বিজেপি নেত্রী রুবি দাস। তাতে নতুন করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ধরপাকড় শুরু করে পুলিশ। হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে একজন বিজেপি কর্মীকে ধরা হয়েছে বলে অভিযোগ করে রাতে পাটুলি থানায় অবস্থান শুরু করেন প্রাক্তন বিজেপি সাংসদ ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Gangopadhyay)। বিজেপি কর্মীরাও থানায় এসে বিক্ষোভ দেখায়। রাত পর্যন্ত এই নিয়ে অশান্তি চলে। শেষে ধরনায় বসে পড়েন রূপা।এরপর আজ সকালে গ্রেফতার হন রূপা। বাঁশদ্রোণী থানা চত্বর থেকেই পুলিশের গাড়িতে তোলা হয় রূপাকে। সঙ্গে ছিলেন মহিলা পুলিশকর্মীরা।
ছাত্র মৃত্যুর প্রতিবাদের পাশাপাশি রাস্তার বেহাল দশা নিয়েও বিক্ষোভ আছড়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১৫ বছর ধরে বেহাল দশা রাস্তার। কখনও অর্ধেক কাজ হয়। সব টাকা নিয়ে চম্পট দেয় ঠিকাদাররা। ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনীতা কর মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।