নিউজ ডেস্ক: পুজোর আগেই সুখবর দিলেন কোয়েল মল্লিক। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। মহালয়ার পরের দিনই এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন টলিপাড়ার নায়িকা (Koel Mallick)। সোশ্যাল মিডিয়ায় ছেলে কবীর, স্বামী নিসপাল রানের সঙ্গে ডিস্তাডোম কোচে বসা একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বাড়ছে। কবীর শীঘ্রই বড় ভাই হয়ে উঠবে। আপনাদের ভালবাসা ও আশীর্বাদ একান্ত প্রয়োজনীয়।’
কোয়েলের (Koel Mallick) এই পোস্টের পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠছে কমেন্ট বক্স। জিৎ থেকে শুভশ্রী সকলেই অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রীকে। জিৎ লিখলেন, ‘অসাধারণ! এই পরিবারের সকলকে অনেক শুভেচ্ছা’। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখলেন, ‘শুভেচ্ছা! খুব খুশি হয়েছি।’ পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন, ‘অনেক শুভেচ্ছা তোমাকে ও নিসপালকে।’ শুভেচ্ছা জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, মৌনি রায়-রাও।
২০২০ সালে অতিমারির মধ্যেই মে মাসে কোয়েলের (Koel Mallick)প্রথম পুত্র কবীরের জন্ম। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম অনুরাগীদের সঙ্গে প্রথম ভাগ করে নেন কোয়েল। এক ফ্রেমে দেখা যায় কোয়েল-নিসপাল ও তাঁদের সন্তানকে। এ বার ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নায়িকা। সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল। সম্প্রতি ‘মিতিন মাসি’ সিরিজ়ের নতুন ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। মহালয়ার ভোরে তাঁকে দেখা গিয়েছে ছোট পর্দায়, অসুরনাশিনী দুর্গা রূপে। এর পর হয়তো, কাজ থেকে মাতৃত্বকালীন বিরতি নেবেন কোয়েল।
তবে পুজোর আগে অভিনেত্রীর (Koel Mallick) তরফে সুখবর জেনে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। কবীরের জন্মের পর এতদিন এক সন্তান আর কাজ সমানভাবে সামলেছেন অভিনেত্রী। তবে এবার বাড়ছে দায়িত্ব। কারণ দ্বিতীয় সন্তান আসছে কোয়েলের। যদিও কবে দ্বিতীয় সন্তান আসবে কোলে, তা এখনও জাননি তিনি। তবে আশা রাখা যাচ্ছে, ২০২৫-এর শুরুতেই দেখা মিলবে মল্লিক ও সিং পরিবারের নতুন সদস্যের।