নিউজ ডেস্ক: ভারতের বেকারত্বের হারে রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য বৈষম্য লক্ষ্যণীয়৷ সম্প্রতি রাজ্যভিত্তিক তরুণদের বেকারত্বের (Youth Unemployment) হার সংক্রান্ত একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ‘পিরিওডিক লেবার ফোর্স সার্ভে’ (Periodic Labour Force Survey) নামের ওই রিপোর্টে যেসব তথ্যের উল্লেখ রয়েছে তাতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বেকারত্বের হারে বিপুল পার্থক্য নজর কেড়েছে।
সর্বশেষ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী, দেশের বেকারত্বের (Unemployment In India) হারে শীর্ষে রয়েছে লাক্ষাদ্বীপ, যেখানে মোট বেকারত্বের হার ৩৬.২ শতাংশ৷ এখানে, কাজের সুযোগের অভাবের পাশাপাশি ৭৯.৭ শতাংশ মহিলাই বেকার। দেশের বেকারত্বের সমস্যার সমাধানের জন্য অনেক রাজ্যকে তাদের বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের সুযোগ এবং জীবনযাত্রার মান উন্নতি করার জন্য জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে একাধিক প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির চেষ্টা করা হয়েছে।
তবে সমীক্ষা অনুযায়ী, বেকারত্ব (Unemployment In India) হ্রাসে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে মধ্যপ্রদেশ (২.৬ শতাংশ) ও গুজরাট (৩.১ শতাংশ)। মধ্যপ্রদেশে মাত্র ২.৮ শতাংশ তরুণ কর্মহীন। তরুণীদের মধ্যে যা ২.১ শতাংশ। একইভাবে গুজরাটে তরুণ-তরুণীদের বেকারত্বের হার যথাক্রমে ৩.৩ শতাংশ এবং ২.৭ শতাংশ।
একইসঙ্গে দেখা যাচ্ছে, ২০২৩-এর জুলাই থেকে গত জুন পর্যন্ত ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে বেকারত্বের (Unemployment In India) নিরিখে সবার ওপরে রয়েছে কেরল (Kerala)। দক্ষিণের বামশাসিত রাজ্যে তরুণদের বেকারত্বের হার ২৯.৯ শতাংশ। এর মধ্যে পুরুষদের হার ১৯.৩ শতাংশ। মহিলাদের মধ্যে বেকারত্বের হার আরও বেশি। ৪৭.১ শতাংশ। এরপর রয়েছে যথাক্রমে নাগাল্যান্ড (২৭.৪ শতাংশ), মণিপুর (২২.৯ শতাংশ), অরুণাচলপ্রদেশ (২০.৯ শতাংশ), গোয়া (১৯.১ শতাংশ), পঞ্জাব (১৮.৮ শতাংশ) এবং অন্ধ্রপ্রদেশ (১৭.৫ শতাংশ)। নাগাল্যান্ড ও অরুণাচলপ্রদেশ বাদে বাকি রাজ্যগুলিতে মহিলাদের মধ্যে বেকারত্বের হার পুরুষদের চেয়ে বেশি।
তবে এসব রাজ্যের মধ্যে তুলনায় অনেকটাই ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে ১৫-২৯ বছর বয়সি পুরুষ ও মহিলাদের বেকারত্বের হার (Unemployment In India) যথাক্রমে ৮.৫ শতাংশ ও ১০ শতাংশ। সার্বিকভাবে যা ৯ শতাংশ।