নিউজ ডেস্ক: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশেই রয়েছেন সিনিয়র ডাক্তারেরা। শুরুর দিন থেকে তাঁদের সমর্থনও জানিয়ে এসেছেন। তবে এ বার সিনিয়র ডাক্তারেরা চাইছেন আন্দোলন, প্রতিবাদ (RG Kar Update) চালিয়ে যাওয়ার পাশাপাশি পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসুন জুনিয়র ডাক্তারেরা। বৃহস্পতিবার আরজি করের অডিটোরিয়ামে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় এমনই মত সিনিয়রদের একাংশের।
দ্বিতীয়বার পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। জুনিয়র ডাক্তারদের দাবিগুলি যখন সরকার মেনে নেওয়ার পথে, সেখানে পুজো ও বন্যার সময় মানুষের দুর্ভোগ বাড়িয়ে কেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি (RG Kar Update) করছেন? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সে কারনেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা বৃহস্পতিবার ফের আলোচনায় বসেন। পূর্ণ কর্মবিরতি তুলে নেওয়া হবে কি না, তুলে নেওয়া হলে কোন পথে হবে আন্দোলন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। এমনকী, পুজোর সময় আন্দোলন কোন পথে চলবে সেই নিয়েও আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, আরজি করের নির্যাতিতার বিচারের (RG Kar Update) দাবিতে টানা কর্মবিরতি চালিয়ে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। ২১ সেপ্টেম্বর থেকে তাঁরা আংশিক ভাবে কাজে ফিরেছিলেন। তবে সম্প্রতি সাগর দত্তের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার প্রতিবাদে ১ অক্টোবর থেকে ফের ১০ দফা দাবিতে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন তাঁরা।
এ প্রসঙ্গে আরজি করের এক সিনিয়র ডাক্তার তাপস প্রামাণিক জানালেন, কর্মবিরতি তুলে নিয়ে যদি অন্য কোনও ভাবে আন্দোলন চালিয়ে যাওয়া যায়, সেই বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। যদিও কর্মবিরতি প্রত্যাহার করা হবে কি না, সেটি পুরোপুরি জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে বলে জানান তিনি। কর্মবিরতি (RG Kar Update) যাতে অন্তত আংশিক প্রত্যাহার করা হয়, সেই পরামর্শও দিয়েছেন সিনিয়রদের কেউ কেউ। রোগীস্বার্থের কথা বিবেচনা করে যাতে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি কিছুটা শিথিল করেন, সেই প্রস্তাব দিয়েছেন তাঁরা।
অন্যদিকে এ বিষয়ে, আরজি কর হাসপাতালের মাইক্রোবায়োলজির অধ্যাপক ড: মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘‘আংশিক কর্মবিরতি করা হোক। আবার আন্দোলন (RG Kar Update) চলুক। ডিসেম্বর মাসে এমডির পরীক্ষা রয়েছে। তারপরে জানুয়ারিতে এমবিবিএস এর পরীক্ষা রয়েছে। বহু রোগীদের সমস্যা হচ্ছে। তাই আংশিক কর্মবিরতি করে পাশাপাশি আন্দোলনও চলুক।’’