নিউজ ডেস্ক: পুজোর আগেই নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের (Weather Update) প্রভাবে পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাই সে অর্থে পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে। তবে পুজোর আগে এইকটা দিন নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, একাদশী পর্যন্ত কলকাতা-সহ গোটা রাজ্যের প্রায় সব জেলায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বস্তির বিষয়, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু অংশে ১৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টি চলবে।
শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ৷ ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস (Weather Update)রয়েছে। শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাতেও হতে পারে বৃষ্টি। রবিবার উত্তরবঙ্গের আট জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশির ভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, পঞ্চমী এবং বুধবার ষষ্ঠীতে উত্তরের আট জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১০ অক্টোবর, সপ্তমী থেকে ১৩ অক্টোবর, একাদশী পর্যন্তও সব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে জেলার কিছু অংশেই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভবনা রয়েছে। শুক্রবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। আগামিকাল, শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি (Weather Update) চলবে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমে যাবে। হাওয়া অফিসের বিশেষ বুলেটিন বলছে, ৬ অক্টোবর, রবিবার থেকে ৯ অক্টোবর, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতায় আজ, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মূলত মেঘলা। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। ফলে রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। বৃষ্টি (Weather Update) না হলে কিছুটা অস্বস্তি থাকবে। আজ, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৭ অক্টোবর, সোমবার থেকে ৯ অক্টোবর, বুধবার, ষষ্ঠী পর্যন্ত কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। ১০ অক্টোবর, সপ্তমী থেকে ১৩ অক্টোবর, একাদশী পর্যন্ত শহরের আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। শহরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।