নিউজ ডেস্ক: সকাল ৬টায় শেষ হল জুনিয়র ডাক্তারদের গভর্নিং বডির বৈঠক। প্রায় ১০ ঘণ্টা ধরে চলল জুনিয়র ডাক্তারদের প্যান জিবি বৈঠক (RG Kar Update)। তবে, তারপরও তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরছেন কিনা, সেই বিষয়টি স্পষ্ট নয়। সূত্রের খবর, কর্মবিরতি ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বৈঠকে তার বিপক্ষেও মত এসেছে। বৈঠকে, কর্মবিরতি ছেড়ে আন্দোলনের বিকল্প পথ খোঁজা হয়েছে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) সকালেই তা ঘোষণা করতে পারেন জুনিয়র ডাক্তাররা।
সম্প্রতি সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নিগ্রহের পরে ফের নতুন করে বাংলা জুড়ে জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতির (RG Kar Update) ডাক দিয়েছেন। তবে দ্বিতীয় দফায় ডাকা এই কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন বহু সিনিয়র চিকিৎসক। এই আবহে আন্দোলনে মতভেদ দেখা দেওয়ায় বৈঠকে বসেছেন সিনিয়র ও জুনিয়ররা। সিনিয়রদের অনেকেই প্রস্তাব দিয়েছেন, পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে এসে আন্দোলনের অন্য কোনও পন্থা বার করা হোক। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিতে আরজি কর হাসপাতালের সিনিয়রদের সঙ্গে বৈঠকের পরই জুনিয়ররা নিজেদের মধ্যে জেনারেল বডির বৈঠক করেন। আরজি করের জিবি বৈঠকের পর রাতেই সবগুলি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে পৃথক একটি জিবি বৈঠকও শুরু হয়। সেই বৈঠকেই আন্দোলনের আগামী পন্থা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিভিন্ন মতামত উঠে আসে। সূত্রের খবর, কাজে ফেরা নিয়েও জুনিয়র চিকিৎসকদের নানা মত সামনে এসেছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। একটি সূত্রের খবর, এসএসকেএম বা কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল অথবা গান্ধী মূর্তি পর্যন্ত একটি মিছিল (RG Kar Update) করতে পারেন জুনিয়র ডাক্তাররা। কিছু জুনিয়র ডাক্তার জিবি বৈঠকে অনশনের পরামর্শ দিয়েছিলেন বলেও সূত্রের খবর। তবে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার সম্ভাবনা রয়েছে, এমনটাই দাবি করছে অপর একটি সূত্র। শুক্রবার তাঁরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা স্পষ্ট করতে পারে বলে জানা যাচ্ছে।