নিউজ ডেস্ক: দেবী পক্ষ শুরু হতেই সুখবর। দ্বিতীয়াতেই বড় ঘোষণা রাজ্য সরকারের (West Bengal Government)। দুর্গা পুজোর মধ্যেই মিলবে ট্যাবের টাকা। আজ, শুক্রবার থেকেই ট্যাবলেট কেনার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে ঢুকবে। নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, দুর্গাপুজোর আগেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে। ১৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এর জন্য মোট ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলেই জানা গিয়েছে।
যদিও সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। তবে আজ, দ্বিতীয়াতে রাজ্য সরকারের (West Bengal Government) তরফে ঘোষণা করা হল যে পুজোর আগেই একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার ছাত্র ছাত্রীদের ট্যাব দেওয়ার জন্য ‘তরুণের স্বপ্ন’ (Taruner Swapna Scheme 2024) নামে একটি প্রকল্প শুরু করেছিল। আসলে করোনা মহামারির সময়ে পঠনপাঠনের পুরো গঠন কাঠামোই বদলে গিয়েছিল। বেশিরভাগ বিদ্যালয়গুলিতে অনলাইন ক্লাস করতে হচ্ছিল পড়ুয়াদের। কিন্তু অনেক গরীব ছাত্র ছাত্রীরা সেই সময় পর্যাপ্ত সুবিধার অভাবে সেই সময় ঠিকভাবে পড়াশোনা করতে পারেনি। তাই সেই সময় থেকেই পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার (West Bengal Government)। তবে থেকে এখনও চলছে সেই প্রকল্প।
এই প্রকল্পে সরকারি এবং সরকার (West Bengal Government)পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এককালীন ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়। প্রতি বছর এই টাকা দেওয়া হয়ে থাকে। তবে রাজ্যের গত বাজেটে ঘোষণা করা হয়েছিল যে, চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণির পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। জানা গিয়েছে আজ অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হবে সেই টাকা বিলির কাজ। তাই পুজোর আগেই এবার হাতের নাগালেই ছাত্র ছাত্রীরা পেয়ে যাবে ট্যাব।