নিউজ ডেস্ক: আজ টি২০ বিশ্বকাপে (Womens T20 world Cup) অভিযান শুরু ভারতীয় মহিলা ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সন্ধে সাড়ে সাতটায় শুরু টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে শুরু করতে পারলেই বোঝা যাবে, যে পরের ম্যাচে তাঁরা ফেভারিট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত রয়েছে।
এখনও পর্যন্ত ভারত এই টুর্নামেন্টে (Womens T20 world Cup) একবারই ফাইনালে পৌঁছেছিল। ২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৫ রানে হেরে যায় ভারত। পুরুষদের দল চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন যে মহিলারা তাদের পুরুষ সতীর্থদের মতোই এবারে বিশ্বকাপ জিতবে। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটেছে রোহিতদের হাত ধরে। হরমনপ্রীতদের কাছে এবার ২-এ ২ করার সুযোগ। অর্থাৎ একই বছরে দুটি বিশ্বকাপ। তার জন্য শুভেচ্ছা জানালেন পুরুষদের ক্রিকেট দলের অধিনায়ক।
এবারে ভারতীয় দল (Womens T20 world Cup) যথেষ্টই শক্তিশালী। ওপেনিংয়ে স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা যেমন রয়েছেন। তেমনই মিডল অর্ডারে দুই অভিজ্ঞ ব্যাটার হরমনপ্রীত কৌর এবং জেমিমা রদ্রিগেজ আছেন। এরপর মিডল অর্ডারে পিঞ্চ হিটিং ব্যাটিংয়ের জন্য পরিচিত বাংলার মেয়ে তথা উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষও ভালোই ছন্দে রয়েছেন। ভারতীয় দলের পারফরমেন্স অবশ্য অনেকটাই নির্ভর করবে বোলারদের ওপর। ভারতে বিশ্বকাপের ম্যাচের টেলিভিশন সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে৷ অন্যদিকে ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার অ্যাপে৷
এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রোহিত লিখেছেন, “চলো, এবার পুরো ভক্ত হয়ে বিশ্বকাপে (Womens T20 world Cup) মহিলাদের দলকে সমর্থন করো।” উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ লিখেছেন, “বিশ্বকাপে মহিলাদের ক্রিকেট দলকে আমার শুভেচ্ছা জানাই। তোমাদের উপর ভরসা রাখছি।” শুভমান গিল লিখেছেন, “মহিলাদের অসাধারণ দলকে বিশ্বকাপের জন্য বেস্ট অফ লাক। তোমাদের পরিশ্রম ও আবেগ লক্ষ-লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। বিশ্বকাপে আলো ছড়িয়ে এসো। আমরা তোমাদের সঙ্গে আছি।”