নিউজ ডেস্ক: রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি। পুজোর আগে বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ (Weather Update)। এর প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ শনিবার ভারী বৃষ্টি চলবে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলাতেও৷ ৬ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে ৯ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আর ১০ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে ১৩ অক্টোবর একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা৷
শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাকি জেলাতেও বৃষ্টিপাত হবে৷ তবে তুলনামূলকভাবে তা কম। আগামিকাল অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে৷ সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশির ভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর মঙ্গল এবং বুধবারও উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এছাড়াও সপ্তমী থেকে একাদশী পর্যন্তও উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির (Weather Update) সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
অন্যদিকে শুক্রবার রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে। আজ শনিবারেও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা কমেছে। তবে পুজোর মুখে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টির (Weather Update)সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে কম-বেশি বৃষ্টি হতে পারে। সুতরাং পুজোর মধ্যে বৃষ্টি হবে কিনা এটা যারা ভাবছেন, তাঁরা এই খবরে স্বস্তি বোধ করতেই পারেন। পুজোর মধ্যে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতায় আজ, শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। আগামিকাল, রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির (Weather Update)পরিমাণ কমবে। ফলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।