নিউজ ডেস্ক: কর্মবিরতি তুলে নিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। ধর্মতলার মহাসমাবেশ থেকে গতকাল শুক্রবার রাতেই তাঁরা একথা ঘোষণা করেন। তবে পাশাপাশি তাঁরা জানিয়ে রেখেছেন যে ধর্মতলায় বিক্ষোভ (RG Kar Update) তাঁরা চালিয়ে যাবেন। আন্দোলনকারীদের বক্তব্য রাজ্য সরকারকে তাঁরা বার্তা দিতে চান, তাঁরা যেমন কাজে ফিরছেন, তেমন রাস্তায় থেকে বুঝিয়ে দিচ্ছেন তাঁরা আন্দোলনে রয়েছেন। আন্দোলনকারীরা ধর্নামঞ্চে তাঁরা একটি বড় ঘড়ি টাঙিয়ে দেন। সেই ঘড়িকে সামনে রেখে রাজ্য সরকারকে সময় বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা। যদি ২৪ ঘণ্টার মধ্যে সরকার তাঁদের দাবি না মানে তবে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
আসলে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি (RG Kar Update) নিয়ে দিনভর এই আলোচনাই চলেছে বিভিন্ন মহলে। কর্মবিরতি উঠলে তাঁদের আন্দোলন কোন পথে এগোবে, তা নিয়েও বিস্তর কাটাছেঁড়া চলে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা জুনিয়র ডাক্তারদের প্যান জিবি (জেনারেল বডি) বৈঠকেই ঠিক হয়ে যায় পরবর্তী কর্মসূচির রূপরেখা। শুধু ছিল সময়ের অপেক্ষা। ঠিক হয়েছিল এসএসকেএম থেকে মিছিল করে ধর্মতলায় এসে তাঁরা আগামী আন্দোলনের কথা জানাবেন। সেই মতো শুক্রবার রাতে জল্পনার অবসান ঘটিয়ে কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তারেরা।
এদিন ধর্মতলার অবস্থান থেকেই দেবাশিস হালদার (Junior Doctors) ঘোষণা করেন, ‘‘গণআন্দোলন বজায় রেখেই রোগীদের কথা মাথায় রেখে আমরা আজ থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি। জিবি মিটিংয়ে এটাই সিদ্ধান্ত নিয়েছি। তবে এটা যদি মনে হয় রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, ভাবছে জনগণ আমাদের পাশে নেই, ভয় পেয়ে কর্মবিরতি (RG Kar Update) তুলে নিচ্ছি, তাহলে ভুল ভাববে রাজ্য সরকার। আসলে জনগণ আমাদের পাশে রয়েছেই। একটাই পক্ষ।’’ তবে কর্মবিরতি তুললেও, আন্দোলন যে আরও তীব্রতর হতে চলেছে, তার আভাসও দিতে শোনা যায় দেবাশিসকে। তিনি বলেন, ‘‘পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে লাগাতর অবস্থান বিক্ষোভের ডাক দিচ্ছি। আমরা কাজে ফিরছি। আর এখানে বসে থেকে বুঝিয়েও দিচ্ছি, আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি।’’
প্রসঙ্গত আরজি কর মামলা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। গত শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বারবার প্রশ্ন করেছিলেন, ডাক্তাররা কি কাজে ফিরেছেন? জবাবে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেছিলেন, হ্যাঁ তাঁরা কাজে ফিরেছে। এর পরই প্রধান বিচারপতি বলেন, ডাক্তারদের ওপিডি ও আইপিডি দুটিতেই কাজ করতে হবে। কিন্তু দেখা যায়, প্রধান বিচারপতি পরিষ্কার ভাবে এ কথা জানিয়ে দেওয়ার পর নতুন করে কর্মবিরতি (RG Kar Update) শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তা নিয়ে বিক্ষিপ্ত ভাবে সমালোচনাও শুরু হয়ে যায়। একাংশ সিনিয়র ডাক্তার পরিষ্কার বলতে শুরু করেন, এবার আর তাঁরা জুনিয়র ডাক্তারদের কাজ করে দিতে পারবেন না। আগে একবার করেছেন। আর সম্ভব নয়। তা ছাড়া কর্মবিরতি চালিয়ে যাওয়ার ব্যাপারে জুনিয়র ডাক্তারদের মধ্যেও স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। এই অবস্থায় কিছুটা চাপের মধ্যে পড়ে জুনিয়র ডাক্তাররা শুক্রবার কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করেছেন।