নিউজ ডেস্ক: বড়পর্দা থেকে ছোটপর্দা দাপিয়ে অভিনয় করে বরাবর দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। অভিনেতার অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছিল গোটা ইন্ডাস্ট্রি। এবার তাঁর দেখানো পথেই পা রাখছেন অভিনেতার মেয়ে সাইনা চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee Daughter)। ছোটপর্দার হাত ধরেই অভিনয় জগতে পা রাখছেন সাইনা এমনটাই খবর। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তেই একটি চরিত্রে এবার দেখা মিলবে তার। এই চরিত্রের মাধ্যমেই অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি। বাবার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগোলেন সাইনা।
টিআরপির দৌড়ে পিছিয়ে পড়লেও আজও দর্শকের ভালবাসার তালিকায় রয়েছে সূর্য-দীপার গল্প। স্টার জলসা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় এখন নতুন মোড়। দুই মেয়ে এবং সূর্যের থেকে আলাদা হয়ে গিয়েছে দীপা। মায়ের থেকে দূরত্ব বজায় রেখে চলছে সোনা। তার কারসাজিতে মাকে বিপদে ফেলারও চেষ্টা করছে সে। এদিকে রূপাকে এখনও গল্পে দেখানো হয়নি। তার চিন্তায় রোজ চোখের জল ফেলে দীপা। কিন্তু এবার গল্পের নতুন মোড় অনুযায়ী, এন্ট্রি হতে চলেছে রূপার। আর সেই চরিত্রেই দেখা যাবে অভিষেক-কন্যাকে (Abhishek Chatterjee Daughter)।
যদিও প্রথমে জানা গিয়েছিল, এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। কিন্তু শুটিংয়ের তারিখ না মেলায় এই চরিত্রে থাকছেন না তিনি। জানা গিয়েছে, দিতিপ্রিয়া না করার পর সাইনার কাছেই ফোন যায়। ইতিমধ্যেই তার লুক সেট হয়ে গিয়েছে। এখনও স্কুলের গন্ডি পার করেনি সে (Abhishek Chatterjee Daughter)। বয়স মাত্র ১৪। আগামী বছর দশম শ্রেণির পরীক্ষা দেবে সাইনা। অভিষেকের প্রয়ানের পর মেয়েকে নিয়েই জগত্অভিনেতার স্ত্রীর। ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মৃত্যু হয় অভিষেকের। তবে সংযুক্তা বরাবরই বলে এসেছেন প্রতিটি মুহূর্তে প্রয়াত অভিনেতার উপস্থিতি তিনি অনুভব করতে পারেন। তিনি সব সময়ই জানিয়েছেন,অভিষেক তাঁকে গাইড করেন ঠিক কী কী ভাবে এগোবেন।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, অভিষেকের ইচ্ছে ছিল মেয়ে (Abhishek Chatterjee Daughter) বড় হয়ে অভিনয় জগতে যেন আসে। অবশেষে হতে চলেছে সেই ইচ্ছেপূরণ। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি চ্যানেল কর্তৃপক্ষ। তবে জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি গল্পে দেখা যাবে রূপার চরিত্রটিকে।